সময় সংবাদ লাইভ রিপোর্টঃ হ্যামিল্টনে বাংলাদেশের বিরুদ্ধে বিশাল সংগ্রহ গড়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। আজ রোববার প্রথম টি২০ ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভাবে নিউজিল্যান্ড করেছে ৩ উইকেটে ২১০ রান। ডেভন কনওয়ের ঝড়ো ইনিংসের পাশাপাশি মার্টিন গাপ্তিল, গ্লেন ফিলিপস, উইল ইয়ংয়ের ব্যাটিং দলকে ভালো অবস্থায় এনে নেয়।
আর গাপ্তিল ২৭ বলে ৩৫, ইয়ং ৩০ বলে ৫৩ রান করেন।
বাংলাদেশের পক্ষে নাসুম আহমেদ ২টি, মেহেদী হাসান ১টি উইকেট নেন।
৩ ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের পর এই টি২০ সিরিজ শুরু হয়েছে।