সময় সংবাদ লাইভ রির্পোটঃ বিশ্ববিদ্যালয়ের রেঙ্কিং এ স্থান পেল বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ ২ টি সরকারি কলেজ ১. কবি নজরুল সরকারি কলেজ (বাংলাদেশে অবস্থান- ১৭৩ তম এবং বিশ্বে – ৩০, ৭৭৫ তম) ২. ঢাকা মেডিকেল কলেজ ( বাংলাদেশে অবস্থান – ৫৫ তম এবং বিশ্বে- ৮,০৪২ তম)।
ঐতিয্যবাহী সরকারি কবি নজরুল কলেজ এই প্রথম কোন আন্তর্জাতিক মানের স্বীকৃতি পেল বিশ্ববিদ্যালয়ের মতো।এটি একটি বাংলাদেশের শিক্ষা ক্ষেত্র মান কেমন তা প্রমাণ করল আন্তর্জাতিক পর্যায়ে ।
বিশ্বের ২ শতাধিক দেশের প্রায় ৩১,০০০ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে স্পেনের মাদ্রিদভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান webometrics.info বিশ্ববিদ্যালয়ের বিশ্ব রেঙ্কিং এর ১৮ তম সংস্করণ এ তথ্য প্রকাশ করে।
মোঃআব্দুল্লাহ আল ফয়সাল,
সরকারি কবি নজরুল কলেজ, প্রতিনিধি।
সময় সংবাদ লাইভ /১৩এপ্রিল।