সময় সংবাদ রিপোর্টঃগায়ক ইলিয়াস হোসাইন ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রার বিয়ে নিয়ে বিতর্ক থামছেই না। বিয়ের এক মাস না পেরোতেই তৃতীয় স্ত্রী সুবাহকে ডিভোর্স দিয়ে দ্বিতীয় স্ত্রী কারিনকে নিয়ে সংসার করার ঘোষণা দিয়েছেন ইলিয়াস। শুধু তাই নয়, ইলিয়াসের দাবি, তাকে ব্ল্যাকমেল করে বিয়ে করতে বাধ্য করেছেন সুবাহ। বিয়ে না করলে সুবাহ তার মানসম্মান, ক্যারিয়ার শেষ করে দেয়ার হুমকিও দিয়েছে।সুবাহর বিরুদ্ধে ফাঁসিয়ে বিয়ে করার অভিযোগে থানায় জিডিও করেছেন ইলিয়াস। ইলিয়াস বলেছেন, ‘আমার নামে যাতে বদনাম করতে না পারে, সেই জন্য বিয়ে করেছি। কেউ যাতে কোনো ধরনের বদনাম না দিতে পারে। আমি সুবাহকে ডির্ভোস দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি কারিনের সঙ্গেই থাকতে চাই।’
ইলিয়াস আরও দাবি করেছেন তার ও কারিনের বিচ্ছেদ হয়নি। তিনি বলেন, ‘দ্বিতীয় স্ত্রী কারিনকে ডির্ভোস দেওয়ার জন্য আমাকে চাপ প্রয়োগ করে সুবাহ। বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করেছে। পরে আমি কাগজ পাঠিয়েছি। তবে কারিনকে সাইন করতে নিষেধ করে দিই। কারিনের সঙ্গে ডির্ভোস হওয়ার এক বছর পর বিয়ের কথা জানাবে বলেছিল সুবাহ। কিন্তু বিয়ের ১০ দিনের মাথায় ছবি প্রকাশ করে। আমার ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও দিয়ে সুবাহ আমাকে প্রতিনিয়ত ব্ল্যাকমেইল করেছে। বিয়ে না করলে এগুলো নেটে ছড়িয়ে দেবে বলে হুমকি দেয়। সেই ভয় থেকে বিয়ে করতে বাধ্য হয়েছি।’