সময় সংবাদ রিপোর্টঃ অভিনয় দক্ষতা দিয়ে বলিউডের সত্যিকারের রাজকুমার হয়ে উঠেছেন রাজকুমার রাও। বহু আগে থেকেই রাজকুমারের মন বাঁধা পড়ে আছে পত্রলেখার সাথে। ১০ বছরের প্রেম শেষে অবশেষে বাগদান সারলেন রাজকুমার-পত্রলেখা। সেই চিরচেনা স্টাইলে হাঁটুগেড়ে পত্রকে বিয়ের প্রস্তাব দেন রাজকুমার।
প্রেমিককে চমকে গিয়ে পত্রলেখাও দাঁড়ানো থেকে বসে গিয়ে রাজকুমারকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। রাজকুমার সম্মতি দেওয়ায় পত্রলেখাই আগে আংটি পরিয়ে দিয়েছেন। পরে রাজকুমার পত্রলেখার হাতে আংটি পরিয়ে দেন।বলিউডে রাজকুমারের মতো পরিচিত নন পত্রলেখা। বিজ্ঞাপনে পত্রকে দেখেই নাকি তাকে বিয়ের সিদ্ধান্ত নেন রাজকুমার। পরে রাজকুমারের বিপরীতেই চলচ্চিত্রে অভিষেক হয় বাঙালি এ অভিনেত্রীর। চলতি নভেম্বর মাসেই বিয়ে করার কথা আলোচিত এ জুটির।
m/p…