সময় সংবাদ রিপোর্ট : রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়েছে বাড়িঘর, ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট। সড়কে পড়ে আছে গোলার আঘাতে বিধ্বস্ত সাঁজোয়া যান। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে মরদেহ। ভেঙে পড়েছে সেতু। রুশ বাহিনী চলে যাওয়ার পর আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ধ্বংসযজ্ঞের নানা ছবি, ভিডিও ফুটেজে সামনে এসেছে ইউক্রেনের বুচা শহরের এমন চিত্র।এর মধ্যেই রাশিয়ার সামরিক অভিযানে বুচা শহরের ৩ শতাধিক বেসামরিক নাগরিককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুচা ছাড়াও রাশিয়ার কাছ থেকে নিয়ন্ত্রণ ফিরে পাওয়া অন্যান্য শহরে আরও বেশি মানুষ নিহত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, স্থানীয় সময় সোমবার (৪ এপ্রিল) প্রথমবারের মতো বিধ্বস্ত বুচা শহর পরিদর্শন করেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এ সময় তিনি দাবি করেন, শহরটিতে বেসামরিক নাগরিকদের নির্বিচারে হত্যা করা হয়েছে। নিরীহ মানুষদের হত্যার জন্য রাশিয়াকে জবাবদিহি করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। জেলেনস্কি বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে, রাশিয়া বেসামরিক নাগরিক নিহতের সব প্রমাণ নষ্টের চেষ্টা করতে পারে। কিন্তু তাদের জবাবদিহি করতে হবে। দনবাস ও খারকিভে বহু সেনা জড়ো করছে রাশিয়া। আমরা জানি তারা সেখানে কী করতে যাচ্ছে। রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। পাশাপাশি ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করতে আবারও পশ্চিমা বিশ্বের কাছে আহ্বান জানাচ্ছি আমি।
এদিকে ইউক্রেনে বেসামরিক নাগরিক হত্যার কারণে রাশিয়াকে জাতিসংঘের মানবাধিকার সংস্থা ইউএনএইচসিআর থেকে বহিষ্কারের আবেদন করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।স্থানীয় সময় মঙ্গলবার (৫ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি।
অন্যদিকে রাশিয়ার ওপর যুদ্ধাপরাধের অভিযোগ এনে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, শিগগিরিই রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। মিত্র দেশগুলোর সঙ্গে এ বিষয়ে এরইমধ্যে আলোচনা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ আদালতে মস্কোর বিরুদ্ধে মামলার বিষয়টি বিবেচনা করছি আমরা। পুরো ইউক্রেনে হামলা না চালিয়ে রাশিয়া এখন দেশটির পূর্ব ও দক্ষিণ দিকে অভিযান চালাতে সেনা জড়ো করছে। তবে পশ্চিমাদের এসব অভিযোগ অস্বীকার করেছে মস্কো। এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, সব মিথ্যাচারের জবাব দেওয়া হবে। শিগগিরই সত্য উন্মোচন করা হবে। গত ৩০ মার্চ বুচা শহর ত্যাগ করে রুশ সেনারা। পরে শহরটির নিয়ন্ত্রণ নেয় ইউক্রেনের সেনাবাহিনী। সে সময় স্থানীয় মেয়র বারবার তার বক্তব্যে বলেন, শিগগিরই স্বাভাবিক জীবনে ফিরবে শহরটি। অথচ এর কিছুদিন পর ইউক্রেনের সেনারা জানায়, সেখানে নিরীহ মানুষদের হত্যা করা হয়েছে।