Header Border

ঢাকা, শুক্রবার, ২৪শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩৭.৯৬°সে

বৃষ্টি কমার সম্ভাবনা নেই কয়েকদিনেও

সময় সংবাদ লাইভ রিপোর্ট: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সারাদেশে আরো কয়েকদিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে জোয়ারের পানিতে উপকূলবর্তী বিভিন্ন এলাকা প্লাবিত হতে পারে বলে জানিয়েছে তারা। ফলে বন্যাপ্লাবিত অঞ্চলে ভোগান্তি বৃদ্ধি পেতে পারে।

আজ ২৩ আগস্ট, রবিবার সকালে দেয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়, আগামী ৪৮ ঘন্টায়ও বৃষ্টিপাত কমার সম্ভাবনা নেই। বৃষ্টির চাপ বেশি থাকবে দেশের দক্ষিণাঞ্চলে।

ভারী বৃষ্টিপাতে উপকূলীয় জেলাগুলো ১ থেকে ২ ফুট জোয়ারের পানিতে প্লাবিত হতে পারে উল্লেখ করে পূর্বাভাসে চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতেও বলেছে অধিদপ্তর।

এদিকে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, বৃষ্টিপাতের কারণে দেশের উপকূলীয় জেলা ও মধ্যাঞ্চলের নিচু এলাকাগুলোতে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে না। তবে চলমান বৃষ্টিতে দেশের উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হবার আশঙ্কা নেই বলে জানিয়েছে তারা।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

চাহিদা অনুযায়ী অর্থ দিতে পারছে না ব্যাংক
ভয়ংকর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘রেমাল’, আঘাত হানতে পারে ২৬ মে
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ
যেভাবে হজ পালন করবেন
দুবাইয়ে গোপন সম্পদের পাহাড়, তালিকায় ৩৯৪ বাংলাদেশি
সড়কে মৃত্যুর মিছিল:দশ বছরে প্রাণহানি ৭৮ হাজার,দায় নিচ্ছে না কেউ

আরও খবর