সময় সংবাদ রিপোর্ট: করিম বেনজেমার ১৮ মিনিটের ঝলকে পিএসজিকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ আটে উঠে গেছে রিয়াল।সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার (৯ মার্চ) রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর লড়াইয়ে পিএসজিকে তেমন সুযোগই দেয়নি রিয়াল।দু’দলের মুখোমুখি হওয়ার আগে প্রথম লেগে ১-০ গোলে জিতেছিল পিএসজি। দুই লেগ মিলিয়ে ৩-২ নিয়ে শেষ আট নিশ্চিত করেছে দলটি।ম্যাচের প্রথমার্ধে সমান ৮টি করে শট নিয়েছে দুই দলই। তবে গোলের দেখা পেয়েছে শুধু পিএসজি। ম্যাচের ৩৯ মিনিটের সময় নেইমারের এগিয়ে দেওয়া বল নিখুঁতভাবে জালে জড়ান ফরাসি স্ট্রাইকার কাইলিয়ান এমবাপ্পে।দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে মার্কো ভেরাত্তির দেওয়া ব্যাক পাসে অনেকটা ঘাবড়িয়ে যান পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি ডনারুম্মা। এরপর ৭৬ মিনিটে আসে দ্বিতীয় গোল। লুকা মদ্রিচের পাসে বেনজেমার শট মার্কিনিয়োসের পায়ে লেগে বল জালে জড়ায়।শেষ পর্যন্ত ২-৩ গোলে পিছিয়ে থেকেই বিদায় নিতে হয় পিএসজিকে। এতো টাকা ঢেলেও শেষ পর্যন্ত শিরোপা স্বপ্ন অধরাই হয়ে থাকল পিএসজির।