সময় সংবাদ রিপোর্টঃ নাটোরের বড়াইগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে বাই-সাইকেল ও স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ শীর্ষক কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২২-২০২৩ অর্থ বছরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল এবং একশ’ জন শিক্ষার্থীকে স্কুল ব্যাগ ও ছাতাসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সোমবার উপজেলা পরিষদ চত্বরে সাইকেল বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বোরহান উদ্দিন মিঠুর সভাপতিত্বে বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা প্রকৌশলী রবিউল আলম, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা ও জাতীয় আদিবাসী পরিষদের উপজেলা সভাপতি যাদু কুমার দাস উপস্থিত ছিলেন।