Header Border

ঢাকা, শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল) ২৩.০৫°সে
শিরোনাম

ভারতীয় কোচের চোখে বিরক্তিকর বাংলাদেশ!

সময় সংবাদ লাইভ রির্পোটঃ বাংলাদেশের বিপক্ষে ভারতের জয় নেই প্রায় এক যুগ। বর্তমান কোচ ইগর স্টিম্যাকও আছেন চাপে। ক্রোয়েশিয়ার সাবেক এই কোচ, ভারতের দায়িত্ব নেয়ার পর খেলা ১৫ ম্যাচে জিতেছে মাত্র একটিতে। তাই নিশ্চিতভাবেই বলা যায় কাতারের বিপক্ষে রক্ষণাত্মক খেলা ভারত এবার কৌশল পাল্টাবে। কলকাতায় বাছাইপর্বের প্রথম লেগে বাংলাদেশ-ভারত ম্যাচটি ড্র হয়েছিল ১-১ গোলে। সল্টলেকের সে ম্যাচে সাদ উদ্দিনের গোলে বাংলাদেশ এগিয়ে থাকলেও ম্যাচের শেষের দিকে ডিফেন্ডার আদিল খানের গোলে সমতায় ফিরেছিল ভারত। দলগতভাবে রক্ষণ সামলাতে বেশ সক্ষম বাংলাদেশ, তার প্রমাণ ভালোই দিয়েছিল সে ম্যাচে।

এ প্রসঙ্গে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ভারতের কোচ ইগর বলেন, ‘ফুটবলে প্রতিপক্ষ দলকে বিরক্ত করার জন্য চেষ্টা করবেন। অনেক সময় বিরক্ত করতে তাদের পাস দেওয়ার সুযোগও দেওয়া হয় না। বাংলাদেশ তেমনটাই করে অনেক সময়। গ্রুপে প্রতিটি পয়েন্টের জন্য বাংলাদেশ এই কাজ করছে। দল হিসেবেই করেছে তারা।’
তবে সবকিছুর ঊর্ধ্বে ভারত এই ম্যাচে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বলেও জানান তিনি। ভারতের কোচ বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা জয়ের জন্য মাঠে নামব। আমাদের লক্ষ্য ২০২৩ এশিয়ান কাপে জায়গা করে নেওয়া।’
দৃশ্যমান পার্থক্য সত্ত্বেও মূলত জেমির কৌশলী ফুটবলে নাকাল ভারত। একই সূত্রে গত ম্যাচে আফগানদের আটকে দিয়েছে তপু-রহমতরা। তবে কাতারের কাছে হারের তিক্ততা ভুলে জয়ের খোঁজে হন্যে হয়ে আছে ভারতও। আর তাই প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ হতে যাচ্ছে বলাবাহুল্য।
সময় সংবাদ লাইভ। 

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ষোড়শ এশিয়া কাপের পর্দা উঠছে আজ
হোয়াইটওয়াশ এড়াতে আজ মাঠে নামছে বাংলাদেশ
ক্রিকেট থেকে অবসরের ঘোষণা তামিমের
হঠাৎ সংবাদ সম্মেলনের ডাক তামিমের, আসতে পারে বড় ঘোষণা
আফগানদের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
ফাইনালে ভারতের সঙ্গে পারল না বাংলাদেশের মেয়েরা

আরও খবর