সময় সংবাদ লাইভ রিপোর্টঃ পরিবারের একজনের অসুস্থতার কারণে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছিলেন অজি তারকা পেসার মিচেল স্টার্ক। তবে টেস্ট সিরিজ শুরুর আগেই দলে ফিরছেন এই বাঁহাতি পেসার। স্টার্কের ফেরার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। স্টার্কের ফেলার খবরে উচ্ছ্বসিত তার নতুন বলের সঙ্গী জশ হ্যাজেলউড। হ্যাজেলউড বলেন, “স্টার্ককে দলে পাওয়াটা আমাদের জন্য অনেক বড় সংবাদ। সে আমাদের দলের ও আমাদের আক্রমণের বড় অংশ।”অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেন, “আমরা তাকে (স্টার্ককে) সোমবার সাদরে গ্রহণ করার জন্য অধীর আগ্রহে আছি। আগামী বৃহস্পতিবার থেকে অ্যাডিলেডে শুরু হবে বোর্ডার-গাভাস্কার ট্রফির দিন-রাতের টেস্ট। এখনও পর্যন্ত দিবা-রাত্রি টেস্টের সর্বোচ্চ উইকেট শিকারি স্টার্ক। ৭ টেস্টে ৪২ উইকেট শিকার করেছেন তিনি ।