Header Border

ঢাকা, সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল) ১৩.২৭°সে
শিরোনাম
গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রকল্যাণ পরিষদ কর্তৃক বার্ষিক বনভোজন অনুষ্ঠিত ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা ছাত্রদলের ২০তম বিসিএস ফোরামের নতুন কমিটি : আহ্বায়ক জিয়াউদ্দিন,সদস্যসচিব আব্দুল্লাহ্ আরেফ আব্দুল্লাহ আরেফের অভিযানে সাবেক মেয়র জাহাঙ্গীরের ক্যাশিয়ার রুহুল আমিন আটক! অভ্যুত্থানের ৪ মাস পেরোতেই ঐক্যে ফাটলের সুর হঠাৎ উধাও বোতলজাত সয়াবিন তেল, বিপাকে ক্রেতারা চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ, মাংস ও সবজি প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে সেনা প্রধানের সাক্ষাৎ সেনাবাহিনীর এই অভিযানে একজন অপরাধীও যেন বাদ না যায় ! সেনাবাহিনীর এই অভিযানে একজন অপরাধীও যেন বাদ না যায় !

ভারত থেকে সরে যাচ্ছে ২০ক্রিকেট

সময় সংবাদ লাইভ রির্পোটঃ কোভিডের কারণে গত বছর স্থগিত হয়ে যায় টি-২০ বিশ্বকাপ। চলতি বছর ভারতের মাটিতে হওয়ার কথা। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারতে টুর্নামেন্টটি হওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয়।

এমন পরিস্থিতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার (আইসিসি) কাছে কিছুদিন সময় চেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এর মধ্যেই জানা গেল টি-২০ বিশ্বকাপ ভারতে হচ্ছে না। টুর্নামেন্ট হবে সংযুক্ত আরব আমিরাতে।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি এ কথা বলেন।

মানি বলেন, ‘টি-২০ বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সেটা এখন আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরাতে। আর ভারতও বাধ্য হয়েই আইপিএলের বাকি ম্যাচগুলো আমিরাতেই আয়োজন করছে।
এসম তিনি আরও বলেন, পিএসএল-এর বাকি ম্যাচগুলো আবুধাবিতে আয়োজন করা ছাড়া উপায় ছিল না পাকিস্তানের কাছে। আমাদের হাতে দু’টি বিকল্প ছিল। পিএসএল-এর বাকি ম্যাচগুলো হয় বাতিল করা, না হয় আন্তর্জাতিক সূচির ফাঁকে অন্য কোথাও সেগুলো আয়োজন করা। আবুধাবিতে পিএসএল আয়োজন করা আমাদের পক্ষে ঠিক সময় বলে মনে হয়েছে।’
অবশ্য এর আগে গত মঙ্গলবার (১ জুন) টি-২০ বিশ্বকাপের ভাগ্য নির্ধারণের জন্য ভারতকে ২৮ জুন পর্যন্ত সময়সীমা দেয় আইসিসি। কোভিড পরিস্থিতিতে ভারতের মাটিতে আগামী অক্টোবরে টি-২০ বিশ্বকাপ আয়োজন নিয়ে সিদ্ধান্ত নিতে আইসিসির কাছে এক মাস সময় চেয়েছিল বিসিসিআই।
আরও পড়ুন: নেইমারের ওপর ঝাঁপিয়ে পড়লেন সমর্থকরা, অতঃপর…
প্রসঙ্গত, গত বছর করোনার কারণে অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ বিশ্বকাপ স্থগিত হয়ে যায়। কিন্তু এবার বিশ্বকাপ স্থগিত করার কোনো পরিকল্পনা নেই আইসিসির। ভারতে বিশ্বকাপ না হলে সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপ করার কথা ভেবে রেখেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

সময় সংবাদ লাইভ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ষোড়শ এশিয়া কাপের পর্দা উঠছে আজ
হোয়াইটওয়াশ এড়াতে আজ মাঠে নামছে বাংলাদেশ
ক্রিকেট থেকে অবসরের ঘোষণা তামিমের
হঠাৎ সংবাদ সম্মেলনের ডাক তামিমের, আসতে পারে বড় ঘোষণা
আফগানদের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
ফাইনালে ভারতের সঙ্গে পারল না বাংলাদেশের মেয়েরা

আরও খবর