সময় সংবাদ লাইভ রিপোর্টঃ রোহিঙ্গা ভাসানচরে স্থানান্তরে স্বেচ্ছাপ্রণোদিত হওয়ার ওপর জোর দিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ভাষানচরে ১,৬৪২ জন রোহিঙ্গাকে স্থানান্তরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বার্তায় বলা হয়েছে, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করা হলেও, ভাসানচরে স্থানান্তর করায় যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন।
একই বার্তায় রোহিঙ্গাদের ফেরত যাওয়ার জন্য রাখাইনে সহায়ক পরিবেশ তৈরির জন্য মিয়ানমারকে আহ্বান জানানো হয়। যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে এ বিষয়ে কাজ করছে বলেও বার্তায় জানানো হয়।