Header Border

ঢাকা, রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল) ২৬.৪৮°সে
শিরোনাম

ভুয়া সচিব গ্রেফতার, প্রতারণায় হাতিয়ে নেয় লাখ লাখ টাকা

সময় সংবাদ রিপোর্ট : পড়ালেখার দৌড় মাত্র মাধ্যমিক; অথচ নিজেকে পরিচয় দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব হিসেবে। সচিবের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে চাকরির প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা।রেজওয়ানুল হক নামে ওই প্রতারককে রংপুরের পীরগঞ্জ থেকে গ্রেফতারের পর পুলিশ বলছে, এর আগেও একই অপরাধে জেল খেটেছে সে।রংপুর জেলার পীরগঞ্জের বাসিন্দা রেজওয়ানুল হক। বয়স ২১। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক। অথচ নিজেকে পরিচয় দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব হিসেবে। গত পাঁচ বছর ধরে এ পরিচয়ে তিনি প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা।মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দিকের নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলে রেজওয়ানুল বিভিন্ন ব্যক্তিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতেন। পরে চাকরি, বদলি ও পদোন্নতির টোপ ফেলে যোগাযোগের পরামর্শ দিতেন তার একান্ত সচিবের সঙ্গে। নিজেই আবার পিএস সেজে যোগাযোগ করতেন টার্গেট ব্যক্তির সঙ্গে। আর এভাবেই হাতিয়ে নিতেন টাকা।
বিষয়টি নজরে এলে সচিবের ব্যক্তিগত কর্মকর্তা বাদী হয়ে মামলা করেন। সেই মামলায় গ্রেফতার হন রেজওয়ান।পুলিশ বলছে, তার বিরুদ্ধে এর আগেও ডিজিটাল নিরাপত্তা আইনে চারটি মামলা রয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার তারেক বিন রশিদ বলেন, আমরা যাকে (রেজওয়ানুল) গ্রেফতার করেছি সে আসলে এ লাইনে যথেষ্ট পারদর্শী বলে প্রতীয়মান হয়েছে। তার রেকর্ড পর্যালোচনা করে তার নামে চারটি মামলা আমরা পেয়েছি। প্রতারণার মাধ্যমে সে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা আত্মসাৎ করত।প্রতারণার শিকার ব্যক্তিরা অধিকাংশই শিক্ষা মন্ত্রণালয়ে চাকরি করেন। পদোন্নতি এবং ভালো জায়গায় পদায়নের লোভেই তারা এ প্রতারকের সঙ্গে যোগাযোগ করতেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা ছাত্রদলের
২০তম বিসিএস ফোরামের নতুন কমিটি : আহ্বায়ক জিয়াউদ্দিন,সদস্যসচিব আব্দুল্লাহ্ আরেফ
আব্দুল্লাহ আরেফের অভিযানে সাবেক মেয়র জাহাঙ্গীরের ক্যাশিয়ার রুহুল আমিন আটক!
অভ্যুত্থানের ৪ মাস পেরোতেই ঐক্যে ফাটলের সুর
হঠাৎ উধাও বোতলজাত সয়াবিন তেল, বিপাকে ক্রেতারা
চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ, মাংস ও সবজি

আরও খবর