সময় সংবাদ রিপোর্ট:আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন কোনো পর্যবেক্ষক গণমাধ্যমকে প্রতিক্রিয়া জানাতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালউদ্দীন আহমদ। তবে পরে প্রতিবেদন দিতে পারবেন বলেও জানান তিনি। আজ মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের ব্রিফিংয়ে এসব কথা বলেন ইসি সচিব।
তিনি আরও বলেন, পর্যবেক্ষকরা কেন্দ্রে কোন মোবাইল ফোন নিতে পারবে না। পুলিশের একজন, আর প্রিজাইডিং অফিসারের কাছে শুধু মোবাইল ফোন থাকবে। পর্যবেক্ষকরা শুধু পর্যবেক্ষণ করবে। কোন মন্তব্য ও ছবি তুলতে পারবে না। নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে খেয়াল রাখতে পর্যবেক্ষকদের প্রতি আহ্বান জানান ইসি সচিব। এবারের নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে-এ কথা উল্লেখ করে সচিব বলেন, ‘অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। নির্বাচন সংক্রান্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রায় শেষ। নির্বাচনে সেনাবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, আনসার থাকবে।’ ১১৮টি দেশীয় সংস্থা এ নির্বাচনে পর্যবেক্ষণে থাকবে বলেও জানান হেলালউদ্দীন।