Header Border

ঢাকা, শনিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ (হেমন্তকাল) ১৩.৬৯°সে

মান্না-মাহীর ফোনালাপ ফাঁস

সময় সংবাদ রিপোর্ট:জাতীয় ঐক্য প্রক্রিয়া গঠন নিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এবং বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরীর একটি ফোনালাপ ফাঁস হয়েছে। গতকাল শনিবার রাতে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ফোনালাপের সেই অডিও ছড়িয়ে পড়ে। ফোনালাপে জাতীয় ঐক্য নিয়ে ‘রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র’ হচ্ছে বলে অভিযোগ করেন মাহী। তার অভিযোগ, এই ষড়যন্ত্র ও চক্রান্তে মাহমুদুর রহমান মান্না ও আব্দুর রব শিকার হচ্ছেন। তবে বিষয়টিকে ষড়যন্ত্র বলতে নারাজ মান্না। মাহী ও মান্নার ফোনালাপের কিছু অংশ তুলে ধরা হলো– ফোনালাপে মাহী বলেন, ‌‘আপনি আব্বার সঙ্গে কথা বলে আপনি কি ঘোষণাপত্র পাঠ করলেন মান্না ভাই?’ জবাবে মান্না বলেন, ‘হ্যাঁ, না না না, এই বিষয়ে যেটা হয়েছে আমারও হয়তো ভালো করে ভাবা দরকার ছিল। রব (আ স ম আব্দুর রব) ভাই কথা বলেছে স্যারের সঙ্গে এবং স্যার বলেছেন, হ্যাঁ আমি এটা চিন্তা করেছি, আজ সন্ধ্যার মধ্যেই জানাচ্ছি। তো আমি ভাবছি তিনি আসবেন।’ তখন মাহী বলেন, ‌‌‌‘না না আব্বা আমার পাশে বসেই রব চাচার সঙ্গে কথা বলেছেন। উনি যদি কথাটি বলে থাকেন সেটি সত্য নয়। সকাল থেকেই মঈনুল হোসেন সাহেব কামাল হোসেন সাহেবকে সরাইয়া নিয়ে গেলেন ওনার বাসা থেকে। এবং চিন্তাটা আগেই ছিল মওদুদ হোসেন সাহেবের যে বি. চৌধুরী এবং কামাল হোসেনকে একলা বসতে দেওয়া যাবে না। এজন্য সরিয়ে নিয়ে গেলেন এবং বি চৌধুরীকে সম্পূর্ণভাবে একটু অপমান করে দেওয়া এই যে একটি পরিকল্পনা, এই একটা চক্রের মধ্যে তো আপনারা পড়ে গেলেন মান্না ভাই।’ তখন মান্না বলেন, ‘না না না এই চক্রের মধ্যে পড়ব না, এটার বাইরেই থাকব। এই নিয়ে চিন্তা করবেন না। আপনাকে বা আপনাদের ব্যাপারটাও আমাদের বোঝা দরকার। আচ্ছা, আপনি আমাকে কেন মিছামিছি দোষারোপ করলেন, আমি কি বেঈমানি করলাম?’ জবাবে মাহী বলেন, ‘না না না আমি এই ওয়ার্ডটাই উচ্চারণ করিনি। আপনি আমাদের প্রেস কনফারেন্সে থাকবেন না, ওখানেও থাকবেন না। আমরা যেটা আশা করছিলাম। আপনি যখন ঘোষণাপত্র পাঠ করলেন তখন আব্বা বলেছেন, রিয়েলি শকড। আমিতো মান্নার জন্য কামাল হোসেনের সঙ্গে ফাইট করেছি, সেখানে আজকে কামাল হোসেন হয়ে গেল মান্নার কাছের লোক আর আমাকে অপমান করল আর সেখানে সে ডিউটি করতে চলে গেল।’ মান্না বলেন, ‌‘হ্যাঁ, আপনি রাইট কথা বলেছেন। আসলে গয়েশ্বর আমাকে ধাক্কা দিয়ে…আই গট পুশড টু এ কর্ণার দেন দ্যট টাইম ইয়োর ফাদার সেফড মি।’ তখন মাহী বলেন, ‘মান্না ভাই, এরকম পলিটিকস আমরা করি না। আমি মনে করি আপনি, রব চাচা আপনারা একটা কনস্পিরেসির শিকার হয়ে গেলেন। আমরা আল্লাহর রহমতে সেখান থেকে বেঁচে গেলাম।’ মাহী আরও বলেন, ‘কামাল হোসেন সাহেবের নেতৃত্বে আপনারা মনে করছেন কামাল হোসন সাহেব প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নে বিভোর হয়ে আছেন। জামায়াতের সঙ্গে গোপনে আঁতাত হবে সেগুলোর সঙ্গে আমরা থাকতে চাই না তো, আলহামদুলিল্লাহ। আর ঐক্যের নাম দিয়ে এখানে কোনো রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হইতেছে, আপনাকে দিয়ে ঘোষণাপত্র পাঠ করাইতেছে, আমাকেও ঢুকানোর চেষ্টা করছিল আজকে এই কথাটা শুধু মনে রাইখেন। এখানে আসলে ঐক্য প্রক্রিয়ার নামে একটি চক্রান্ত, একটি ষড়যন্ত্র হইতেছে এবং এটার মধ্যে আমাদের জড়ায় ফেলানোর চেষ্টা করা হয়েছিল।’      সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হলেও এতে শেষ পর্যন্ত অংশ নেয়নি সাবেক রাষ্ট্রপতি ডা. বদরুদ্দোজা চৌধুরীর দল বিকল্প ধারা বাংলাদেশ। এ নিয়ে দিনভর রাজনৈতিক অঙ্গনে ছিল উত্তেজনা। সবার দৃষ্টি ছিল শেষ পর্যন্ত কী হতে যাচ্ছে সেদিকে। শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে যখন বিএনপি, জাতীয় ঐক্য প্রক্রিয়া, জেএসডি ও নাগরিক ঐক্যের সমন্বয়ে জাতীয় ঐক্যফ্রন্টের আত্মপ্রকাশ চলছে, ঠিক সে সময়ে বারিধারায় পৃথক সংবাদ সম্মেলন করেছেন বি.চৌধুরী।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

অভ্যুত্থানের ৪ মাস পেরোতেই ঐক্যে ফাটলের সুর
হঠাৎ উধাও বোতলজাত সয়াবিন তেল, বিপাকে ক্রেতারা
চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ, মাংস ও সবজি
প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে সেনা প্রধানের সাক্ষাৎ
সেনাবাহিনীর এই অভিযানে একজন অপরাধীও যেন বাদ না যায় !
সেনাবাহিনীর এই অভিযানে একজন অপরাধীও যেন বাদ না যায় !

আরও খবর