সময় সংবাদ লাইভ রির্পোটঃপটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী চৈতা বাজার থেকে দের কিলোমিটার পশ্চিমে আঞ্চলিক ছোট বাজার চাকরখালী বাজার। দুই বাজার এবং পটুয়াখালী বরগুনা বরিশাল তিন জেলার সিমান্ত এলাকা হওয়ায় বরগুনা জেলার বেতাগী, বরিশাল জেলার বাকেরগঞ্জ,এবং পটুয়াখালীর মির্জাগঞ্জের হাজার হাজার মানুষের দৈনিক যাতায়াত এর একমাত্র মাধ্যম এই চাকরখালী চৈতা সড়কটি এখন চলাচলের অনুপযোগী।
চাকরখালী বাজার থেকে ঢাকা বরগুনা মহা সড়ক সংযোগস্থল চৈতা রাস্তার মাথা ২.৫ কিলোমিটার রাস্তায় ছোট বড় ২০/২৫ স্থানে ভাংগনে চিকিৎসা সহ জরুরি সেবা গ্রহণকারী ব্যবসায়ী ও চালক সহ সকল শ্রেণি পেশার মানুষ শিকার হচ্ছেন নানাবিধ সমস্যার.
এলাকাবাসী এবং একাধিক ব্যাটারী চালিত অটো গাড়িচালক সময় সংবাদ লাইভকে বলেন দির্ঘদিন সংস্কার না হওয়ায় একটু ভারি বর্ষণ হলেই গর্ত হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়,তাই আমরা এলাকাবাসী যথাযথ কর্তিপক্ষের কাছে রাস্তাটি সংস্কার এর জোর দাবী জানাচ্ছি।
মোঃহাসান খান,সময় সংবাদ লাইভ।