মোঃ আবদুস সালাম হাওলাদার,মির্জাগঞ্জ প্রতিনিধি,সময় সংবাদ লাইভঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে এডহক কমিটি পুনর্গঠন নিয়ে তুঘলকি কান্ডের খবর পাওয়া গেছে। মির্জাগঞ্জ উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউঃ লিঃ এর এডহক কমিটি পুনর্গঠন নিয়ে এ কান্ড ঘটে। একটি সূত্র জানায়, ২৩/০৫/২০২১ ইং তারিখে মির্জাগঞ্জ উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউঃ লিঃ এর ব্যবস্থাপনা কমিটির সদ্য মেয়াদোত্তীর্ণ সভাপতি অধ্যাপক মোঃ মনিরুজ্জামান হাওলাদারের এডহক কমিটি পুনর্গঠন চেয়ে আবেদনের প্রেক্ষিতে এ ঘটনা ঘটে। পুনর্গঠনের আবেদনে তিনি এডহকের ২ নং সদস্য আব্দুস সালাম সিকদারের বিরুদ্ধে একাধিক সমবায় সমিতি থেকে ঋণ খেলাপীর প্রমাণাদির তথ্য তুলে ধরেন এবং নবগঠিত এডহকে সমবায় সমিতি আইন ২০০১(সংশোধিত ২০০২ ও২০১৩ )এর ১৯ ধারা লংঘনের অভিযোগ এনে এডহক কমিটি পুনর্গঠন চান। ফলশ্রুতিতে গত ২৫/০৫/২০২১ ইং তারিখ পটুয়াখালী জেলা সমবায় অফিসার মোঃ হারুন অর রশিদ এডহক কমিটি থেকে অভিযুক্ত আব্দুস সালাম সিকদারকে অপসারণ করে মোঃ নাজমুল হাসান, পরিদর্শক,জেলা সমবায় পটুয়াখালী কে সভাপতি করে এবং একই কমিটির সভাপতি কে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট এডহক কমিটি পুনর্গঠন করেন। পরবর্তীতে সংক্ষুব্ধ পক্ষের দৌড় ঝাঁপ ও তদবিরে শেষ পর্যন্ত পুনর্গঠিত এডহকের আদেশের চিঠি প্রত্যাহার করে পূর্বের এডহক বহাল করে পত্র জারি করেন এবং উপজেলা সমবায় কর্মকর্তা, মির্জাগঞ্জ কে উপজেলার সমবায় সমিতি গুলো তে তদন্তের ভার দেন। তদন্তে মোঃ আব্দুস সালাম সিকদারের ঋণ খেলাপীর প্রমাণ মেলে। প্রেক্ষিত ও উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় অবশেষে পটুয়াখালী জেলা সমবায় অফিসার গত ১৫ জুন মঙ্গলবার সমুদয় খেলাপি ঋণ পরিশোধের জন্য মোঃ আব্দুস সালাম সিকদারকে এক কর্মদিবস বেঁধে আল্টিমেটাম দিয়ে পত্র জারি করেন এবং ব্যর্থতায় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করেন। পাশাপাশি ২০ জুন রবিবার ঋণ খেলাপি আব্দুস সালাম সিকদারকে অপসারণ করে পূর্বের নবগঠিত এডহকের সভাপতি মোঃ আঃ বারেক মাঝী কে সভাপতি থেকে সরিয়ে ১নং সদস্য করে এবং জেলা সমবায় পরিদর্শক মোঃ নাজমুল হাসান কে সভাপতি করে পুনর্গঠিত এডহক কমিটি পুনবর্হালের আদেশ জারি করেন। বারবার জেলা ও উপজেলা সমবায় অফিসের সিদ্ধান্ত হীনতা ও পরিবর্তনতায় বড় কর্তাদের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে সমিতির গ্ৰাহকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। ঘটনাটি বর্তমানে টক অফ দা উপজেলায় পরিনত হয়েছে।