Header Border

ঢাকা, রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল) ২৪.৫৪°সে
শিরোনাম

মির্জাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে জাতীয় শোক দিবস-২০২১ পালিত।

সময় সংবাদ লাইভ রিপোর্টঃ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের অন্যান্য স্থানের মতো মির্জাগঞ্জেও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে আজ ১৫ আগস্ট সকালে প্রেসক্লাবের মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত হয়। মির্জাগঞ্জ উপজেলা প্রেসক্লাব কর্তৃপক্ষ এ ধরনের কর্মসূচির আয়োজন করেন।

অধ্যাপক মোঃ মনিরুজ্জামান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মোঃ জহিরুল ইসলাম জুয়েল সিকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মির্জাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সংগ্ৰামি সভাপতি জনাব মোঃ সোহাগ হোসেন। বক্তারা তাঁদের বক্তব্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে লালন করে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্টের বীর শহীদদের রুহের শান্তি ও মাগফেরাত এবং দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনায় দোয়া- মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দৈনিক খবর পত্র পত্রিকার মির্জাগঞ্জ প্রতিনিধি মাওলানা কাজী মোঃ রফিকুল ইসলাম।

এর আগে সকালে কালো ব্যাজ ধারণ করে মির্জাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মোঃ মনিরুজ্জামান হাওলাদারের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিনের উপজেলা প্রতিনিধি মোঃ সোহাগ হোসেন, দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি মোঃ মেহেদী হাসান মুবিন, দৈনিক ভোরের কাগজের মির্জাগঞ্জ প্রতিনিধি মোঃ রিয়াজুল ইসলাম সোহাগ জোমাদ্দার, দৈনিক ভোরের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি মাওলানা মোঃ আবু ছালেহ খাইরুল্লাহ, দৈনিক জাতীয় অর্থনীতির উপজেলা প্রতিনিধি মোঃ সুমন কাজী, দৈনিক আমাদের নতুন সময়ের উপজেলা প্রতিনিধি মোঃ ইলিয়াস হোসাইন, দৈনিক বাংলাদেশের খবরের উপজেলা প্রতিনিধি মোঃ মাহামুদুল হাসান রুবেল প্রমুখ।

মোঃ আবদুস সালাম হাওলাদার, মির্জাগঞ্জ প্রতিনিধি, দৈনিক সময় সংবাদ লাইভ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা ছাত্রদলের
২০তম বিসিএস ফোরামের নতুন কমিটি : আহ্বায়ক জিয়াউদ্দিন,সদস্যসচিব আব্দুল্লাহ্ আরেফ
আব্দুল্লাহ আরেফের অভিযানে সাবেক মেয়র জাহাঙ্গীরের ক্যাশিয়ার রুহুল আমিন আটক!
অভ্যুত্থানের ৪ মাস পেরোতেই ঐক্যে ফাটলের সুর
হঠাৎ উধাও বোতলজাত সয়াবিন তেল, বিপাকে ক্রেতারা
চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ, মাংস ও সবজি

আরও খবর