সময় সংবাদ রিপোর্ট: সাতক্ষীরার আম বাগানগুলো মুকুলে মুকুলে ভরে গেছে। তবে সম্প্রতি বৃষ্টির কারণে হিমসাগর ও গোবিন্দভোগ আমগাছে তুলনামূলক মুকুল ফুটেছে কম। তবে কৃষি বিভাগের আশা, এবারও আম রপ্তানি করে লাভবান হবে বাগান মালিকরা।মুকুলে মুকুলে ছেয়ে আছে গাছ। মৌ মৌ গন্ধে ভরে গেছে চারপাশ।সাতক্ষীরার সদর, তালা, কলারোয়া দেবহাটা উপজেলায় সর্বাধিক আমের বাগান রয়েছে। এবারও সাতক্ষীরার হিমসাগর, ল্যাংড়া, গোপালভোগ ও আম্রপালি বিদেশে রফতানি উদ্যোগ নিয়েছেন বাগান মালিকরা। ২০০ বাগানে রফতানিযোগ্য বিষমুক্ত আম চাষ করা হচ্ছে। প্রতিটি আম গাছে পর্যাপ্ত মুকুল এসেছে। তবে সম্প্রতি বৃষ্টির কারণে হিমসাগর ও গোবিন্দভোগ আম গাছে তুলনামূলক মুকুল ফুটেছে কম। গাছে আসা পর্যাপ্ত আমের মুকুল ধরে রাখতে পরিচর্যায় ব্যস্ত সময় বাগানের শ্রমিকরা। যে মুকুল এসেছে তা পরিচর্যা করেই গতবারের ক্ষতি পুষিয়ে নেয়ার আশা বাগান মালিকদের।