সময় সংবাদ রিপোর্টঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পদ থেকে সদ্য পদত্যাগ করা ডা. মুরাদ হাসানের এমপি পদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। বুধবার (৮ ডিসেম্বর) আইনজীবী ইউনুছ আলী আকন্দ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজই এ বিষয়ে রিট দায়ের করেছি।