সময় সংবাদ লাইভ রিপোর্টঃগাজীপুরের টঙ্গী উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার স্বামী।
নিহত গৃহবধূর নাম জেসমিন আক্তার (২৬)। তিনি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরের মোঃ শফি (২৭) মিয়ার স্ত্রী।
মঙ্গলবার রাতে উপজেলার মিলগেট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত নারীর স্বামী শফি জানান, দত্তপাড়া থেকে তার স্ত্রী জেসমিন আক্তারকে নিয়ে টঙ্গীবাজারে যাওয়ার সময় মিলগেটের অপজিটে টাটা মোটরসের সামনে এলে একটি ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেলের পেছন থেকে তার স্ত্রী ছিটকে পড়ে যান। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে তার স্ত্রীর সম্পূর্ণ শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। তিনিও পায়ে আঘাত পেয়েছেন।
টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক মোঃ জিয়াউর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘাতক ট্রাকটিকে আটক করা যায়নি।
মোঃআবু হানিফ।
বিশেষ প্রতিনিধি
সময় সংবাদ লাইভ /৩১মার্চ