সময় সংবাদ লাইভ রির্পোটঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে প্রতিহত করতে কর্মসূচি ঘোষণা করেছিলো যুব অধিকার পরিষদ। আজ দুপুরে কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর মতিঝিল শাপলাচত্বর জড়ো হন দলটির কর্মী সমর্থকরা।
পরে সেখানে পুলিশের সাথে সংগঠনটির সর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তা এখনো অব্যাহত রয়েছে। আর ঘটনাস্থল থেকে আলোচিত শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানীকে আটক করেছে পুলিশ।
এদিকে ধাওয়া-পাল্টা ধাওয়ার জেরে শাপলাচত্বর হয়ে দৈনিক বাংলা-গুলিস্তান রাস্তাটি বন্ধ রয়েছে। ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে বিকল্প রাস্তা হিসেবে শাপলাচত্বর থেকে ফকিরাপুল হয়ে গাড়ি চলাচল করছে।
প্রসঙ্গত, আজকের বিক্ষোভ থেকে আটক হওয়া রফিকুল ইসলাম রাজধানীর জামিয়া মাদানীয়া বারিধারা মাদরাসায় লেখাপড়া করেছেন। শারীরিক আকৃতিতে ছোট হওয়ায় তাকে সবাই শিশুবক্তা বলেন এবং এ হিসেবেই পরিচিতি পান তিনি। নেত্রকোনা জেলার পশ্চিম বিলাশপুর সাওতুল হেরা মাদরাসার পরিচালক রফিকুল ইসলাম ২০ দলীয় জোটভুক্ত জমিয়তে উলামায়ে ইসলাম ও রাবেতাতুল ওয়ায়েজিনের সঙ্গে যুক্ত আছেন বলেও জানা যায়।