Header Border

ঢাকা, বুধবার, ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৭.৭°সে

ম্যাচ হারলেও ম্যাচসেরা হয়েছেন আফগান ব্যাটসম্যান

সময় সংবাদ রিপোর্ট : সুপার ফোরের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়ে শুভসূচনা করেছে শ্রীলঙ্কা। ম্যাচে ১৭৫ রানের চ্যালেঞ্জিং স্কোর করেও শেষ পর্যন্ত ৫ বল হাতে রেখেই সেই লক্ষে পৌঁছে যায় লঙ্কানরা। লঙ্কানরা অবশ্য জিতেছে দলের সবাই দারুণ ব্যাটিং করার কারণে। লঙ্কানদের হয়ে সরবচেয়ে বেশি রান করেছেন কুশল মেন্ডিস (৩৬)। তবে লঙ্কানরা ম্যাচ জিতলেও ম্যাচসেরার পুরস্কার উঠেছে এক আফগান ব্যাটসম্যানের হাতে।সাধারণত জয়ী দলের ক্রিকেটারই ম্যাচসেরার পুরস্কার পেয়ে থাকেন। তবে এর ব্যতিক্রম হয়ে থাকে। যেমনটা ঘটেছে আফগানিস্তান-শ্রীলঙ্কার ম্যাচে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সুপার ফোর পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ম্যাচ জিতলেও ম্যাচসেরার পুরস্কার উঠেছে রহমানুল্লাহ গুরবাজের হাতে।

গুরবাজ যে ইনিংসটা খেলেছেন, তা ছাপিয়ে গেছে দুই দলের পারফরমারদের। শ্রীলঙ্কা তাদের পুরো ইনিংসে ছক্কা হাঁকিয়েছে ৭টি। গুরবাজ একাই হাঁকান ৬ ছক্কা। ৪৫ বলে ৪ বাউন্ডারি আর ৬ ছক্কায় ৮৪ রানের ইনিংস খেলে আফগানিস্তানকে ১৭৫ রানের চ্যালেঞ্জিং পুঁজি এনে দিয়েছিলেন। দল জিততে পারেনি। তবে গুরবাজই শেষ পর্যন্ত হয়েছেন ম্যাচসেরা।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত নানা অনুষ্ঠান করবে সরকার
মব জাস্টিসের নামে কোন কর্মকাণ্ড সমর্থন করে না বিএনপি : রিজভী
হামলা হয়েছে মার্কিন সামরিক ঘাঁটিতে, কাতারকে লক্ষ্য করে নয় : ইরান
যুক্তরাষ্ট্রের হামলার পর যে বার্তা দিলেন খামেনি
গড়ে ৪ জন প্রার্থী বিএনপির, একক প্রার্থী জামায়াতের
মাদকের করালগ্রাসে ক্ষতবিক্ষত বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম

আরও খবর