Header Border

ঢাকা, শনিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ (হেমন্তকাল) ১৩.৯৭°সে

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সময় সংবাদ লাইভ রিপোর্ট : রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরেক আরোহী। পরে পুলিশ ট্রাকটি জব্দ করে। দুর্ঘটনায় নিহতের নাম ইলিয়াছ ভুইয়া (৪৫)। আর আহত হয়েছেন ইলিয়াছ মিয়া (৪৫)। তারা দুজনই চাকরিজীবী।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। তিনি বলেন, ‘রোববার দিবাগত রাতে হানিফ ফ্লাইওভারের ঢালে কাজলায় দুর্ঘটনাটি ঘটে। এতে একজন মারা গেছেন ও আরেকজন চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে।‘

ওসি বলেন, ‘মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে। তাদের দুজনের মধ্যে একজন সরকারি কর্মকর্তা।’

জানা গেছে, গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলের দুই আরোহীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১২টায় ইলিয়াস ভুঁইয়াকে মৃত ঘোষণা করেন। ইলিয়াস মিয়া চিকিৎসাধীন রয়েছেন।

নিহত ইলিয়াস ভুঁইয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। সাত ভাই তিন বোনের মধ্যে তিনি ছিলেন বড়। বর্তমানে তিনি রমনার সার্কিট হাউজ থাকতেন।

আহত ইলিয়াস মিয়ার গ্রামের বাড়ি নরসিংদীতে। বর্তমানে যাত্রাবাড়ীতে থাকেন। তিনি সরকারি চাকরি করেন। তার আত্মীয় সায়েম জানান,  সংবাদ পেয়ে তারা হাসপাতালে এসেছেন। ধারণা করা হচ্ছে রাতে তারা বাসায় যাওয়া পথে দুর্ঘটনার শিকার হয়েছেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

অভ্যুত্থানের ৪ মাস পেরোতেই ঐক্যে ফাটলের সুর
হঠাৎ উধাও বোতলজাত সয়াবিন তেল, বিপাকে ক্রেতারা
চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ, মাংস ও সবজি
প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে সেনা প্রধানের সাক্ষাৎ
সেনাবাহিনীর এই অভিযানে একজন অপরাধীও যেন বাদ না যায় !
সেনাবাহিনীর এই অভিযানে একজন অপরাধীও যেন বাদ না যায় !

আরও খবর