Header Border

ঢাকা, শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল) ২০.৬১°সে
শিরোনাম

যানজটে আটকে মোটরসাইকেলে ১০ কিমি পাড়ি দিয়ে সমাবেশে তথ্যমন্ত্রী

মোটরসাইকেলে সমাবেশে যাচ্ছেন তথ্যমন্ত্রী। ছবি : সংগৃহীত

সময় সংবাদ রিপোর্ট : চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে একটি সমাবেশে যোগ দেওয়ার কথা ছিল তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদের। সেখানে যাওয়ার পথে পড়েন যানজটে। পরে নিজের গাড়ি ছেড়ে মোটরসাইকেলে ১০ কিলোমিটার পাড়ি দিয়ে সমাবেশে পৌঁছান তথ্যমন্ত্রী।প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকির’ প্রতিবাদে গতকাল শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী মহিলা লীগ ওই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাছান মাহমুদ।

এর আগে, মন্ত্রী বিমানে করে বিকেল সোয়া পাঁচটায় চট্টগ্রামে পৌঁছান। এরপর নির্ধারিত গাড়িতে করে প্রেসক্লাবের উদ্দেশে রওনা দেন। তবে ইপিজেড এলাকায় পৌঁছানোর পর যানজটে আটকা পড়েন। এ সময় সমাবেশে যোগ দেওয়ার জন্য গাড়ি থেকে নেমে বন্দর থানার পরিদর্শকের (তদন্ত) মোটরসাইকেলে করে সমাবেশের উদ্দেশে যাত্রা করেন।দীর্ঘপথ মোটরসাইকেলে পাড়ি দিয়ে হাছান মাহমুদ সমাবেশে যোগ দেওয়ায় পর দলের নেতাকর্মী ও উপস্থিত লোকজন উচ্ছ্বাসে ফেটে পড়েন। এরপর তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা ছাত্রদলের
২০তম বিসিএস ফোরামের নতুন কমিটি : আহ্বায়ক জিয়াউদ্দিন,সদস্যসচিব আব্দুল্লাহ্ আরেফ
আব্দুল্লাহ আরেফের অভিযানে সাবেক মেয়র জাহাঙ্গীরের ক্যাশিয়ার রুহুল আমিন আটক!
অভ্যুত্থানের ৪ মাস পেরোতেই ঐক্যে ফাটলের সুর
হঠাৎ উধাও বোতলজাত সয়াবিন তেল, বিপাকে ক্রেতারা
চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ, মাংস ও সবজি

আরও খবর