সময় সংবাদ রিপোর্ট: ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে বিস্ফোরণে তিন সেনা নিহত হয়েছেন।ভারতীয় গণমাধ্যম জানায়, মুম্বাইয়ের অদূরে নৌবাহিনীর আইএনএস রণবীর নামে ওই যুদ্ধজাহাজে বিস্ফোরণে আহত হয়েছেন আরও ১১ জন।বিস্ফোরণের আরেকটি কম্পার্টমেন্টে থাকা আরেক কর্মকর্তা জানান, একটি এসি কম্পার্টমেন্টে বিস্ফোরণটি ঘটেছে এবং যারা মারা গেছেন। তারা এর উপরের তলায় আরেকটি কম্পার্টমেন্টে ছিলেন। তবে, বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই জাহাজের অন্য সেনারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। আহতদের প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে জাহাজটির বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এরই মধ্যে বিস্ফোরণের কারণ বের করতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।