সময় সংবাদ রিপোর্ট: রংপুর নগরীর ধর্মদাস লক্ষণপাড়ায় জান্নাতি নামে এক অন্তঃসত্ত্বাকে যৌতুকের জন্য পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তবে এটিকে আত্মহত্যা বলে দাবি করেছে অভিযুক্ত স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। ঘটনা তদন্ত করছে পুলিশ।বুধবার (১৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে মেয়ে জান্নাতির অসুস্থতার খবর পেয়ে ধর্মদাস লক্ষণপাড়ায় জামাতার বাড়ি গিয়ে ঘরের মেঝেতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্বজনরা।তাদের দাবি, বছর দুয়েক আগে যৌতুক দিয়ে আতাউর রহমানের ছেলে তুহিনের সঙ্গে তার বিয়ে হয়। পরবর্তীতে আরও যৌতুকের জন্য প্রায়ই তাকে অত্যাচার করত তার স্বামী ও শ্বশুর-শাশুড়ি। তাদের দাবি অন্তঃসত্ত্বা জান্নাতিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।তবে শ্বশুর বাড়ির লোকজন এটিকে আত্মহত্যা বলে দাবি করছেন।
রংপুর মহানগরের তাজহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান বলেন, জান্নাতির মরদেহ শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। একই সঙ্গে তদন্তও চলছে।