সময় সংবাদ রিপোর্ট:জুনে মৌসুমী বৃষ্টিপাত আরাম্ভ হলে ডেঙ্গুর প্রকোপ শুরু হয়। এবছর রাজধানী ঢাকায় তিনগুণ ডেঙ্গু জ্বরের প্রকোপ লক্ষ্য করা গেছে। ডেঙ্গু মশাবাহিত ভাইরাস রোগ যা গত কয়েক বছরে দ্রুত ছড়িয়ে পড়ছে।
অক্টোরের মাঝামাঝি পর্যন্ত ৭৪৫০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয় বলে জানা যায়। যাদের মধ্যে ১৭ জন মারা যান। ২০০০ সাল থেকে এ পর্যন্ত রেকর্ড অনুসারে এবছর সবচেয়ে বেশি মারা গেছেন।
ঢাকায় গত বছর প্রথম চার মাসে ৬৮ জন ডেঙ্গু রোগী পাওয়া যায়-এবছর ২৫৪ জন। গবেষকরা বিশ্বাস করেন প্রকৃত সংখ্যা আরো বেশি।
এডিস মশা দ্বারা ডেঙ্গু জ্বরের ভাইরাস ছড়ায়। চার ধরনের ডেঙ্গু ভাইরাস আছে। সবচেয়ে ঝুঁকি বেশি হেমোরেজিক। সঠিক চিকিৎসা পদ্ধতি গ্রহণ করা না হলে এতে মৃত্যুর আশঙ্কা থাকে।
চিকুনগুনিয়া ও ডেঙ্গু হয় একই মশার কামড়ে। এদিকে এবার চিকুনগুনিয়ার তেমন প্রাদুর্ভাব নেই। কারণ কারো একবার চিকুনগুনিয়া হলে দ্বিতীয়বার আর হয় না। গত বছর ব্যাপক হারে চিকুনগুনিয়া হয়েছিল।
বৃষ্টিপাত, তাপমাত্রা এবং অপরিকল্পিত নগরায়নের ফলে এডিস মশার বিস্তার হয়। ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়ার ডিজিস রিসার্চ, বাংলাদেশের (আইসিডিডিআরবি) সংক্রামক রোগ বিশেষজ্ঞ রাশিদুল হক বলেছেন, “জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে এ রোগের বিস্তার লাভ করে।”