Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ (হেমন্তকাল) ১৩.২৭°সে

রাশিয়াকে আলোচনায় আসার আহ্বান

সময় সংবাদ রিপোর্ট : যুদ্ধ বন্ধে রাশিয়াকে সরাসরি আলোচনায় অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার এ আহ্বানের মধ্যেই ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী।ইউক্রেনে রুশ অভিযান শুরুর প্রায় চার মাস হতে চললেও যুদ্ধ বন্ধের কোনো ইঙ্গিত নেই। বরং ইউক্রেনের পূর্বাঞ্চলে নিজেদের শক্তির জানান দিতে মরিয়া মস্কো-কিয়েভ। বিভিন্ন শহরের নিয়ন্ত্রণ নিতে চলছে তুমুল লড়াই। মঙ্গলবার (১৪ জুন) ইউক্রনের বিভিন্ন অঞ্চলে সামরিক অভিযানের নতুন ভিডিও প্রকাশ করে রুশ সামরিক বাহিনী। এতে সুখোই-২৫ যুদ্ধবিমান নিয়ে টহল দেয়ার পাশাপাশি বিভিন্ন জায়গায় হামলা চালাতে দেখা যায়। পূর্ব ইউক্রেনের লুহানস্ক অঞ্চলে চলছে দফায় দফায় গোলাবর্ষণ।

 লুহানস্কের গভর্নরের দাবি, রুশ বাহিনীর গোলা হামলা এত শক্তিশালী যে, লোকজন আশ্রয়কেন্দ্রেও টিকতে পারছে না। তবে ইউক্রেনের সেনাবাহিনী আত্মসমার্পণ না করা পর্যন্ত অঞ্চলটিতে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে মস্কো।এদিকে যুদ্ধ বন্ধে আলোচনার কোনো বিকল্প নেই বলে আবারো জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ডেনমার্কের সাংবাদিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি বলেন, রাশিয়ার যদি যুদ্ধ বন্ধ করতে চায় তাহলে অবশ্যই সরাসরি আলোচনায় বসতে হবে।জেলেনস্কি বলেন, আমরা মনে হয়, রাশিয়া যুদ্ধ বন্ধ করতে চায়। কারণ এরইমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে তাদের এই মনোভাব স্পষ্ট হয়ছে। তবে আমরা তাদের বিশ্বাস করি না। কারণ তারা মুখে এক কথা বলে। কাজ করেন আরেকটা। যদি সত্যিই তারা যুদ্ধ বন্ধ করতে চায় তাহলে আলোচনায় বসতে হবে। আর ইউক্রেনকে ছাড়া সেই আলোচনা সম্ভব নয়। অবশ্যই সরাসরি বৈঠক করতে হবে। তবে মধ্যস্থতার মাধ্যমেও বৈঠক হতে পারে।এ দিকে চলমান যুদ্ধে এশীয় দেশগুলোর ভূমিকার ভূয়সীয় প্রশংসায় রাশিয়া। সেন্ট পিটার্সবার্গে শুরু হওয়া ইন্টারন্যাশনাল ইকোনোমিক ফোরামে এশিয়ার দেশগুলো অংশ নেয় ধন্যবাদ জানান ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, পশ্চিমা দেশগুলো সম্মেলন বয়কট করলেও এশিয়ার দেশগুলোর অংশগ্রহণ সাফল্য এনে দিয়েছে। মধ্যপ্রাচ্য, চীন, ভারত, ইন্দোনেশিয়া ও ফিলিপিন্স বিভিন্ন দেশ রাশিয়ায় বিপুল অঙ্কের বিনিয়োগ করতে রাজি হয়েছে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

অভ্যুত্থানের ৪ মাস পেরোতেই ঐক্যে ফাটলের সুর
হঠাৎ উধাও বোতলজাত সয়াবিন তেল, বিপাকে ক্রেতারা
চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ, মাংস ও সবজি
প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে সেনা প্রধানের সাক্ষাৎ
সেনাবাহিনীর এই অভিযানে একজন অপরাধীও যেন বাদ না যায় !
সেনাবাহিনীর এই অভিযানে একজন অপরাধীও যেন বাদ না যায় !

আরও খবর