সময় সংবাদ রিপোর্ট:এবিএম রুহুল আমিন হাওলাদারকে অপসারণ করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গাকে জাতীয় পার্টির (জাপা) মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। আজ সোমবার সকালে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের তরফ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, প্রেসিডিয়াম সদস্য জনাব মশিউর রহমান রাঙ্গা এমপিকে জাতীয় পার্টির মহাসচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। পার্টির প্রেসিডিয়াম সদস্যের পাশাপাশি তিনি এই অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। জানা গেছে, রুহুল আমিন হাওলাদার প্রেসিডিয়াম সদস্য হিসেবেই দায়িত্ব পালন করবেন।