সময় সংবাদ লাইভ রির্পোটঃ কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবির থেকে ৫ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ান র্যাব-১৫। এ সময় মোহাম্মদ গুরা মিয়া (৪৫) নামের এক রোহিঙ্গা মাঝিকে আটক করা হয়েছে। আটক গুরা মিয়া বালুখালী ৯ নম্বর ক্যাম্পের জি-ব্লক মৃত নুর আহমদের ছেলে। তিনি ওই ক্যাম্পের সাবেক হেড মাঝি ছিলেন। আজ মঙ্গলবার ভোরে বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা শিবিরে জি-ব্লক থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র্যাব-১৫ উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান বলেন, গুরা মিয়া নামে ওই রোহিঙ্গার ঘরে ইয়াবার বড় চালান মজুদ করেছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় তার বসতঘরের ভেতর থেকে ৫ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক রোহিঙ্গা নেতা গুরামিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান মেজর মেহেদী হাসান।
সময় সংবাদ লাইভ।