সময় সংবাদ লাইভ রিপোর্ট: বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবু মারা গেছেন। আজ ২৮ জুলাই, মঙ্গলবার ভোর চারটার দিকে রাজধানীর এভারকেয়ার (প্রাক্তন অ্যাপোলো) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
৪৯ বছর বয়সী শফিউল বারী বাবু দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি।
এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।
জানা গেছে, বেশ কিছুদিন যাবৎ অসুস্থ শফিউল বারী বাবু। তার স্বাস্থ্যের অবনতি হলে গতকাল ২৭ জুলাই, সোমবার সন্ধ্যায় তাকে ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। শ্বাসকষ্ট থাকায় তাকে হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।
রাত দুইটার দিকে তাকে সেখান থেকে এভারকেয়ার (প্রাক্তন অ্যাপোলো) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই ভোররাতে মারা যান তিনি।
এদিকে শফিউল বারী বাবুর মৃত্যুতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।
এছাড়াও শোক প্রকাশ করেছে স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।