সময় সংবাদ লাইভ রিপোর্ট ঃ শ্রীমন্ত নদীর তীর ঘেঁষা বরিশাল-বরগুনা মহা সড়কের কাঁঠালতলী নামক স্থানে আখতার হোসেন চৌধুরী মেমোরিয়াল ডিগ্রী কলেজটি অবস্থিত। কলেজটি মির্জা গঞ্জ থানার মাধবখালী ইউনিয়ন, বেতাগী থানার বিবিচিনি ইউনিয়নের কিছু অংশ এবং বাকের গঞ্জের পাদ্রীশিপপুর ইউনিয়নের শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এ অঞ্চলের মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়ের দূরে গিয়ে শিক্ষিত হবার মতো অর্থনৈতিক সক্ষমতা ছিলনা অনেক পরিবারেরই। সে ক্ষেত্রে ২০০২ সালে কলেজটি অল্পপরিসরে তাদের শিক্ষা কার্যক্রম শুরু করে। আজ তা বিশাল কর্মযজ্ঞে পরিণত হয়েছে। উচ্চ মাধ্যমিক, ডিগ্রী এবং সর্বশেষ অনেক বিষয় সম্মান কোর্স চালু হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠাকালিন সময় থেকে এখানে কারিগরি শাখা চালু আছে। নারী শিক্ষাবিস্তার, সুশিক্ষিত নাগরিক গঠন এবং বৈষম্যহীন সমাজ গঠনে এ কলেজটি এগিয়ে চলছে দুর্বার গতিতে। অধ্যক্ষ গাজী বজলুর রহমান এবং অন্যান্য শিক্ষকদের একাগ্রতায় কলেজটির সুনাম চারদিক। ইতিমধ্যে এখান থেকে বেরিয়ে অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করে প্রতিষ্ঠা পেয়েছে। পুলিশ প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রে অনেক গুরুত্বপূর্ণ পদ অলংকৃত করেছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার মান উন্নয়নের কারণে এখানের মানুষের অর্থনৈতিক উন্নতি ঘটেছে। অর্থনৈতিক স্বচ্ছতা এবং মননশীলতার অগ্র গতির কারণে মানুষ উচ্চতর জীবন যাত্রার স্বপ্ন দেখে।
-আব্দুর রাজ্জাক, সিনিয়র স্টাফ রিপোর্টার.