সময় সংবাদ রিপোর্ট:রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কওমি মাদ্রাসার আলেমদের শোকরানা মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সকাল পৌনে ১১টার দিকে তিনি অনুষ্ঠানস্থলে এসে উপস্থিত হন। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে অনুষ্ঠানে উপস্থিত হন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী।
কওমি মাদ্রাসা শিক্ষার সর্বোচ্চ সনদ দাওরায়ে হাদিসকে (তাকমিল) সাধারণ শিক্ষার স্নাতকোত্তর ডিগ্রির সমান স্বীকৃতি দেওয়ায় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হবে। রোববার সকাল ৯টা থেকে কওমি মাদ্রাসার ছয় বোর্ডের সমন্বিত সংস্থা আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়াহ বাংলাদেশ আয়োজিত এই অনুষ্ঠান শুরু হয়। সভাপতিত্ব করছেন শাহ আহমদ শফী।
এ উপলক্ষে আজ সকাল ৭টা থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেন কওমি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও আলেমরা। মাহফিলে যোগ দিতে চট্টগ্রাম থেকে গতকাল শনিবার রাতেই ঢাকায় আসেন আহমদ শফী।
শোকরানা মাহফিলে ১০ লাখ আলেমের সমাগম ঘটবে বলে জানিয়েছে জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ড। গতকাল শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শোকরানা মাহফিলের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান বাংলাদেশ জমিয়াতুল উলামার চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা ফরিদ উদ্দীন মাসউদ।