সময় সংবাদ রিপোর্ট : বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনের খেলা মাঠে গড়িয়েছে। সকাল দশটায় শুরু হওয়া শেষ দিনের খেলায় আক্রমণাত্মক ব্যাটিংয়ের কৌশল নিয়েছে শ্রীলঙ্কা। চতুর্থ দিনে বাংলাদেশের নেওয়া ৬৮ রানের লিড পঞ্চম দিনের খেলার শুরুতেই পেরিয়ে গেছে শ্রীলঙ্কা। শেষ বিকেলে ৩৯ রান তুলতেই ২ উইকেট হারানো শ্রীলঙ্কার সংগ্রহ বেড়ে দাঁড়িয়েছে ৩ উইকেটে ১০৬ রান। তবে অবশেষে ৪৮ রান করা কুশল মেন্ডিসকে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেকথ্রু উপহার দিলেন তাইজুল ইসলাম। কুশলের বিদায়ে স্বস্তি ফিরেছে বাংলাদেশ শিবিরে।চট্টগ্রাম টেস্টে ধীরগতির ব্যাটিংয়ে লিড পেতে বাংলাদেশকে ব্যাটিং করতে হয়েছে চতুর্থ দিনের দ্বিতীয় সেশন পর্যন্ত। চতুর্থ দিনে মোট উইকেটের পতন ঘটেছে ৯টি। পিচের খুব বেশি পরিবর্তন পঞ্চম দিনেও লক্ষ্য করা যাচ্ছে না। যার কারণে স্বাচ্ছন্দ্যে ব্যাট করছে শ্রীলঙ্কা। কুশল মেন্ডিস স্ট্রোকের ফুলঝুরি ছুটিয়ে ৪৩ বলে ৪৮ রান করে বোল্ড হয়ে যান।
তবে সাবধানী ব্যাটিং করছেন অধিনায়ক দিমুথ করুনারত্নে। ৯০ বলে ৩৪ রানে অপরাজিত আছেন তিনি।বাংলাদেশের দেওয়া ৬৮ রানের লিড পেরিয়ে যেতে শ্রীলঙ্কার আজ লেগেছে মোটে পাঁচ ওভার। গতকালের ২ উইকেটে ৩৯ রানের সঙ্গে আজ মাত্র ৫ ওভারেই ৩০ রান তুলে বাংলাদেশের লিড পেরিয়ে যায় সফরকারীরা।এদিকে গতকাল ১৩৯তম ওভারের আগে হুট করে মাঠ ছেড়ে যাওয়া আম্পায়ার রিচার্ড ক্যাটেলব্রো আজ মাঠে ফিরেছেন আবার। প্রচণ্ড গরমে অসুস্থতা অনুভব করায় গতকাল মাঠ ছেড়ে যান ক্যাটেলব্রো। তার জায়গায় ফিল্ড আম্পায়ার হিসেবে মাঠে আসেন তৃতীয় আম্পায়ার জোয়েল উইলসন। তবে আজ সকালে শুরু থেকেই মাঠে ফিরেছেন ক্যাটেলব্রো।এর আগে গতকাল চতুর্থ দিনের খেলায় বাংলাদেশ ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৪৬৫ রান। হাতের আঙুলে আঘাত পেয়ে মাঠ ছাড়া শরিফুল আর নামতে না পারায় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। তামিম ইকবালের পর সেঞ্চুরির দেখা পান মুশফিকুর রহিম। ২৮২ বলে ১০৫ রান করেন তিনি। আগের দিনের ১৩৩ রান নিয়ে আবার মাঠে নেমে তামিম আউট হয়ে যান মোকাবিলা করা প্রথম বলেই।এ ছাড়া লিটন দাস করেন ৮৮ রান। শ্রীলঙ্কার পক্ষে কাসুন রাজিথা ৪টি ও আশিথা ফার্নান্ডো ৩টি উইকেট নেন।