সময় সংবাদ লাইভ রির্পোটঃপ্রিয় সহকর্মী স্কুল শিক্ষিকা মোসাঃ মাসুমা আক্তার মেরি (৪০)আর নেই। গতকাল ১৩ জুলাই মঙ্গলবার রাত ৯ঃ০০ টায় ঢাকার শাহবাগ বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি——রাজিউন)।
দীর্ঘদিন যাবত তিনি কিডনি রোগ সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তিনি উপজেলার চৈতা গ্ৰামের মৃত্যু মোঃ আব্দুল হাকিম মৃধার জ্যেষ্ঠ সন্তান এবং বিশিষ্ট ব্যবসায়ী, মির্জাগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব মোঃ আমিনুল ইসলাম খোকনের সহধর্মিণী ছিলেন। পেশাগত জীবনে তিনি তাঁর দাদা সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম আব্দুল আজিজ মৃধার প্রতিষ্ঠিত চৈতা মাধ্যমিক বিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষক ছিলেন।
আজ ১৪ জুলাই বুধবার বেলা ১১ টায় চৈতা দরবার শরীফ মাদ্রাসার মাঠে জানাজার নামাজ শেষে মরহুমের শেষ ইচ্ছা অনুযায়ী চৈতা পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে। মৃত্যুকালে তিনি স্বামী,এক ছেলে,এক মেয়ে এবং আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে প্রিয় শিক্ষিকার অকাল মৃত্যুতে সহকর্মী সহ শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তিনি এলাকার অনুজপ্রতিমদের কাছে প্রিয় মাসু আপা নামে বিখ্যাত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি একজন সৎ,ধর্মভীরু, পরোপকারী, হাস্যোজ্জ্বল ও মিষ্টভাষী ব্যক্তি ছিলেন। মরহুমের প্রতি মির্জাগঞ্জ উপজেলার সর্বস্তরের লোকজনের পাশাপাশি উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউঃ লিঃ এর সাবেক সভাপতি অধ্যাপক জনাব মোঃ মনিরুজ্জামান হাওলাদার ও সাধারণ সম্পাদক অধ্যাপক জনাব মোঃ আঃ মান্নান লোটাস শোক জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এক শোক বার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে বলেন, তিনি ছিলেন আদর্শ জাতি গঠনের একজন নিবেদিত সৃজনশীল কারিগর। তার অকাল মৃত্যুতে জাতি একজন মহান শিক্ষক কে হারালো।কর্মের মাধ্যমে তিনি আমাদের মাঝে চির অম্লান হয়ে থাকবেন।
মোঃ আবদুস সালাম হাওলাদার, মির্জাগঞ্জ প্রতিনিধি, দৈনিক সময় সংবাদ লাইভ।