Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ২৫শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ (বর্ষাকাল) ৩১.৯৬°সে

সজিবের সততার দৃষ্টান্ত স্থাপনঃ রাস্তায় বান্ডিল বান্ডিল টাকা পেয়েও মালিকের জন্য অপেক্ষা

কামরুল ইসলাম- স্টাফ রিপোর্টার,সময় সংবাদ লাইভঃ

বরিশাল নগরীর ভাটিখানা এলাকায় খেলতে গিয়ে রাস্তায় টাকার বান্ডিল কুড়িয়ে পেয়েছে সজিব হালদার (১৪) নামের এক শিশু। বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে ভাটিখানা আবগারি দপ্তর সংলগ্ন রাস্তায় ওই টাকা কুড়িয়ে পায় সে।

বর্তমানে টাকার বান্ডিলগুলো থানা পুলিশের হেফাজতে রয়েছে।

জানা গেছে, সজিব হালদার (১৪) ভাটিখানা এলাকার শুভোদ হালদারের ছেলে। স্থানীয় বাচ্চু মিয়ার ভাড়াটিয়া। সজিব হালদার (১৪) টাউন মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র।

কাউনিয়া থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) মো. লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ভাটিখানা আবগারি সংলগ্ন রাস্তায় সজিব খেলাধুলা করছিল। এসময় সে রাস্তার ওপর কাগজ দিয়ে মোড়ানো একটি বান্ডিল পড়ে থাকতে দেখে। পরে কৌতূহলবশত সেটি হাতে তুলে নেয়। কাগজ খুলে টাকার দুইটি বান্ডিল দেখতে পায় সজিব। ঘটনাস্থলের আশপাশে কিছুক্ষণ সে টাকার মালিককে খোঁজাখুঁজি করে। কিন্তু টাকার মালিককে না পেয়ে সে ওই জায়গায়ই অবস্থান করছিল।

তিনি আরও জানান, কিছুক্ষন পরে সজীব বান্ডিল সহ রাস্তার পাশের দোকানিকে বিষয়টি জানান। একজন পথচারী বিষয়টি দেখে মোবাইলে কাউনিয়া থানা পুলিশকে জানান। এরপর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিরাজ ঘটনাস্থলে গিয়ে ওই টাকা নিয়ম অনুযায়ী জব্দ করে থানায় নিয়ে আসেন।
এ সংক্রান্তে কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ জানান, সজিব টাকার বান্ডিল পেয়ে রাস্তা সংলগ্ন মুদি দোকানী রাহুল দেবনাথ (১৮) কে দেখান এবং টাকাগুলি রাহুলের দোকানে রেখে দেয়। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ জব্দ তালিকা মুলে টাকার বান্ডিল জব্দ করে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিমুল করিম জানান, বর্তমানে তার হেফাজতে টাকার বান্ডিলগুলো রয়েছে। টাকা পাওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। পাশাপাশি টাকার মালিককে খুঁজতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেয়া হয়েছে। উপযুক্ত তথ্যপ্রমাণ পেলে প্রকৃত টাকার মালিককে টাকাগুলো যথাযথ আইনি প্রক্রিয়া মেনে ফেরত দেয়া হবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

হজে গিয়ে ১০ বাংলাদেশির মৃত্যু
কর ও ভ্যাটের চাপ আরও বাড়বে
ইসরাইলের সামরিক ঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলা হিজবুল্লাহর
ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে সব দেশের প্রতি আহ্বান জাতিসংঘের
মোদি না রাহুল, কে হচ্ছেন ভারতের কান্ডারি?
ঢাকার কাছেই চলে এসেছে সবচেয়ে বিষধর রাসেলস ভাইপার

আরও খবর