সময় সংবাদ লাইভ রিপোর্টঃ আনুমানিক তিন দশক আগে থেকে একটি করে বালু কনা জমা বাদতে বাদতে আজ পরিনত হয়েছে এক বিশাল চর। বাচিয়েছে ছিডর, আয়লা, আম্ফান সহ অনেক প্রাকৃতিক দুর্যোগে ঘর বাড়ি হাজারো মানুষের প্রান ও গবাদি পশু। প্রতিটি দুর্যোগে বুকপেতে দিয়ে নিযেকে নিঃস্ব করে বাচিয়ে রাখে মানুষকে।
আজ সেই মানুষই কিনা এই চরের একমাত্র হাতিয়ার দুর্যোগ রোখার সম্বল,ছৈলা, কেওরা, মাদার, কাঠ বাদাম, সহ অসংখ্য গাছকেটে হুমকির মুখে ফালাচ্ছে, জিব বৈচিত্রকে এবং অস্তিত্ব সংকটে পরছে কাঠালিয়ার ছৈলার চর,সময় সংবাদ লাইভ,এলাকার সচেতন নাগরিকদের প্রতিক্রিয়া জানতে চাইলে সকলেই সরকার তথা প্রশাসনএর দৃষ্টি আর্কষণ করে বলেন উক্ত ছৈলার চরকে পর্যটন কেন্দ্র ঘোষনা করে অবাদে গাছ কাটা সহ সকল প্রকার হুমকি থেকে চরকে অবমুক্ত করতে জোর দাবি জানাচ্ছি।
মোঃহাসান খান কাঠালিয়া ঝালকাঠী প্রতিনিধী/সময় সংবাদ লাইভ