সময় সংবাদ লাইভ রির্পোটঃ গতকাল বুধবার সরকারি বিধি নিষেধ তোয়াক্কা না করে, রাজধানী ঢাকা মহানগর দক্ষিণ অন্তর্গত খিলগাঁও থানা এলাকায় দক্ষিণ বনশ্রী ঈদকে সামনে রেখে ঈদ বাজার বসিয়েছে।
সরকারের কঠোর লকডাউনে আনুমানিক ৫০০০ লোকজনের সমাগম ঘটেছে। এতে করে এলাকাবাসী ও সাধারণ ব্যবসায়ীরা হতাশা ও ক্ষোভ প্রকাশ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, লকডাউন চলাকালে দোকানপাট খোলা রাখলে পুলিশ ধরে নিয়ে যায়। অথচ কঠোর লকডাউন শেষ হবার আগেই সরকারী জায়গায় বাজার বসিয়ে বিধি নিষেধ না মেনে এত বড় বাজারে আজকে কোন আইন প্রয়োগকারী সংস্থার দেখা মিলেনি। তবে এই বাজারে সরকারী দলের নেতাকর্মীদের কোন যোগসাজশ নাই ।