সময় সংবাদ লাইভ রির্পোটঃ১৪.০৪.২০২১ থেকে কঠোর লকডাউন হওয়ার পর ওয়ালটন কোম্পানির শোরুম নথুল্লাবাদ, সদর রোড ও বাংলাবাজার ওয়ালটন প্লাজা তাদের বিক্রি কার্যক্রম অভ্যাহত রাখছে কোন স্বাস্থ্য বিধি না মেনে।
সরকারি নির্দেশনার মধ্যে শপিংমল পুরোপুরি বন্ধ ঘোষণা করলেও, ওয়ালটন সরকার ঘোষিত ঘোষনা মানছে না।
তারা প্রশাষনের সাথে খেলছে অন্য ভাবে। নথুল্লাবাদ বেষ্টবাইকে যেখানে দুইবার জরিমানা করা হইছে সেখানে ওয়ালটন রয়েগেছে দরা ছোঁয়ার বাইরে। কারন তারা শোরুম বাহির থেকে তালা মেরে ভিতরে লোক থাকে এবং বাহিরে একজন থাকে কাষ্টমার আসলে তালা খুলে লোক ভিতরে ঢুাকায়।
তারা অনলাইন ডেলিভারির নাম করে স্বাভাবিক পন্য বিক্রয় করছে। যা ধোকাবাজির সমান।
সরোজমিনে ওয়ালটন শোরুম নথুল্লাবাদ প্লাজা ভিজিট করলে, পরিচয় গোপন করে ম্যানেজার কে খোলার কারন জিঙ্গাস করলে, সে তাচ্ছিল্যের ছলে বলেন ওয়ালটন অনেক বড় কম্পানি আমাদের কিছু হবে না। কম্পানি টাকা দিয়ে সবকিছু ঠিক করবে।
ওয়ালটনের প্রতেকটি শোরুম খোলা আছে। মূল শোরুম বন্ধ রাখলেও প্রতিটি শোরুম গোডাউনে প্রোডাক্ট ডিসপ্লে করে সেখান থেকে বিক্রি করছে কোন রকম স্বাস্থ বিধি না মেনে।
প্রমানস্বরুপ গোপন ক্যামেরায় ধারনকৃত গোডাউনে প্রডাক্ট ডিসপ্লের ছবি দেয়া হলো।
প্রশাসন যদি তাদের প্রতিদিনের সেলস লিষ্ট চেক করে তাহলে তারা আর মিথ্যা বলে পার পাবে না। তাই এ ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
মোঃকামরুল ইসলাম,
স্টাফ রির্পোটার।
সময় সংবাদ লাইভ /১৭এপ্রিল।