সময় সংবাদ রিপোর্ট : অনিয়ম-দুর্নীতি করায় বর্তমান আওয়ামী লীগ সরকার জনগণের আস্থা হারিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
তিনি মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় ছাত্র সমাজের রংপুর মহানগর কমিটির ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘আওয়ামী লীগ সরকারের অন্যায়ের বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ করায় সরকার জাতীয় পার্টির বিরুদ্ধে মিথ্যাচার করছে। সরকারের কাছ থেকে কোনো সুবিধা পাওয়ার জন্য নয়। বরং অন্যায় করেছে বলেই তাদের বিরোধিতা করা হচ্ছে।’
আগামী নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে লড়বে বলেও এ সময় তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
সাংবাদিকদের সাথে আলাপকালে তার সাথে ছিলেন পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু এমপি, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাসুদ এমপি, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি, আদেলুর রহমান আদেল এমপি, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুন।