Header Border

ঢাকা, শনিবার, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২২.৯৬°সে

‘সাজা বাতিল না হলে নির্বাচনে অংশ নিতে পারবেন না খালেদা জিয়া’

সময় সংবাদ রিপোর্ট:জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বাতিল না হলে নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আজ মঙ্গলবার সকালে এ মামলায় সাবেক প্রধানমন্ত্রীর সাজা পাঁচ থেকে বাড়িয়ে ১০ বছর করেন হাইকোর্ট। রায়ের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।

অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা বাড়ার কারণ হিসেবে মাহবুবে আলম বলেন, ‘আমরা রায় এখনও দেখিনি। তবে অনুমান করেতে পারি এই মামলায় মুখ্য আসামি খালেদা জিয়া। যেখানে অন্যান্য আসামিরা ১০ বছরের সাজাপ্রাপ্ত হয়েছেন সেখানে মুখ্য আসামি কম সাজা পেতে পারেন না। এজন্য সবার সাজা ১০ বছরে করা হয়েছে। সাক্ষ্যপ্রমাণে প্রামাণিত হয়েছে মুখ্য আসামি খালেদা জিয়া। তাই তার সাজা ৫ বছর থেকে ১০ বছরে বৃদ্ধি করা হয়েছে।’ অ্যাটর্নি জেনারেল  বলেন, ‘যেহেতু উনি দণ্ডপ্রাপ্ত। দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি আমাদের দেশের প্রচলিত বিধান মতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। যে পর্যন্ত এই দণ্ড পরিবর্তীত না হয় এবং তিনি খালাসপ্রাপ্ত না হন।’ এর আগে আজ সকালে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের সাজা বাড়িয়ে ১০ বছর করেছেন হাইকোর্ট। একই সঙ্গে কারাবন্দী দুই আসামি কাজী সলিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদের ১০ বছরের কারাদণ্ড বহাল রাখা হয়। গত ৮ ফেব্রুয়ারি এই মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। বয়স, শারীরিক অবস্থা ও সামাজিক মর্যাদা বিবেচনায় নিয়ে আদালত ওই রায় দেন। সেই থেকেই তিনি কারাবন্দী রয়েছেন। এ মামলায় তারেক রহমানসহ বাকি পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দেন আদালত।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

পররাষ্ট্র সচিবের সঙ্গে পিটার হাসের বৈঠক
আচরণবিধি লঙ্ঘন করায় সাকিবকে তলব
নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ
দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ
তৃণমূল বিএনপির ২৩০ প্রার্থী চূড়ান্ত
রাজনৈতিক কারণে মার্কিন শ্রমনীতির টার্গেট হতে পারে বাংলাদেশ

আরও খবর