Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ (হেমন্তকাল) ১৩.২৭°সে

সারাদেশে প্রশংসায় ভাসছেন মেয়র-সাদিক আব্দুল্লাহ, গ্রিনেসবুকে রেকর্ড’র অপেক্ষা

সময় সংবাদ লাইভ রিপোর্টঃবরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। যিনি নিজের কর্মগুণ আর নানা চমক দেখিয়ে আলোচিত হয়েছেন বহুবার। নানা সমপোযোগী এবং বাস্তবমুখী পদক্ষেপ’র মাধ্যমে শুধু বরিশালই নয়, বরং সারা দেশেই সুনাম অর্জন করেছেন। আবার ভালোকাজের জন্য মিডিয়ায় শিরোনামও হয়েছেন অসংখ্যবার।আবারও নতুন করে ইতিহাস সৃষ্টি করলেন মেয়র সাদিক আবদুল্লাহ। এবার তাকে ব্যাপক আলোচনায় নিয়ে এসেছে জন্মশতবার্ষিকী উপলক্ষে বরিশালে প্রদর্শিত বিশ্বের সর্বোবৃহৎ ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র মানব লোগো প্রদর্শনী।

গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় নগরীর ঐতিহ্যবাহী বঙ্গবন্ধু উদ্যানের ১ লাখ ৫৮ হাজার স্কয়ার ফিট জায়গা জুড়ে এ লোগো প্রদর্শন করেন ৯ হাজার ৪০৮ জন মানুষ। এমন আয়োজনকে ঘিরে এরই মধ্যে বিসিসি মেয়র ও নগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ প্রশংসায় ভাসছেন। বাংলাদেশের ইলেকট্রনিকস মিডিয়া থেকে শুরু জাতীয়ও স্থানীয় পত্র পত্রিকার প্রধান শিরোনাম হয়ে দেশবাসির শুভেচ্ছায় ভাসছেন তিনি। বাদ যায়নি অনলাইন ও ফেইসবুকেও।বরিশালবাসী মেয়রকে ধণ্যবাদ জানিয়ে গ্রিনেসবুকে রেকর্ডের অপেক্ষার প্রহর গুনছেন। এমন আয়োজন সফল করায় মেয়র’কে ধন্যবাদ জানিয়েছেন বিশিষ্টজনেরা ও উল্লেখ’ ‘বঙ্গবন্ধুর সর্বোবৃহৎ লোগো মানব প্রদর্শনীকে ঘিরে বঙ্গবন্ধু উদ্যানের চার-পাশে হাজার হাজার মানুষের ঢল নামে। বরিশাল মহানগরী ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে লোগো প্রদর্শনী উপভোগ করতে বাস, ট্রাক এবং নৌ পথে আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে ভীর জমায় বঙ্গবন্ধু উদ্যানে। উৎসহ উদ্দিপনায় প্রত্যক্ষ করেন বঙ্গবন্ধুর সর্বোবৃহৎ লোগো প্রদর্শনী।

এসময় অন্যান্যদের মধ্যে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত আবদুল্লাহ্,মেয়রপত্নী বরিশাল মহানগর আওয়ামী লীগ এর সদস্য লিপি আবদুল্লাহ, সংরক্ষিত আসনের সাংসদ রুবিনা মিরা এমপি, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বরিশাল মহানগর আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক এম জাহিদুর রহমান মনির, সিটি করপোরেশন প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনসহ ওয়ার্ড কাউন্সিলর, জেলা ও মহানগর আ.লীগের নেতৃবৃন্দ, জেলা ও মহানগর শ্রমিকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ, মহানগর আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সম্পাদক বৃন্দ এবং বিভিন্ন উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

বঙ্গবন্ধু লোগোর প্রকল্প প্রকৌশলী মো. শাহাদাত হোসেন জানান, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র নির্দেশনায় বঙ্গবন্ধুর সর্ববৃহৎ মানব লোগো প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রায় দুই লক্ষ স্কয়ার ফিট আয়োজনের ঐতিহ্যবাহী বঙ্গবন্ধু উদ্যানের ১ লাখ ৫৮ হাজার স্কয়ার ফিট জায়গা জুড়ে বঙ্গবন্ধুর এ লোগো প্রদর্শন করেন ৯ হাজার ৪০৮ জন মানুষ। তাদের সহায়তায় মাঠের চারপাশে আরও অন্তত আড়াই হাজার ব্যক্তি উপস্থিত ছিলেন।এদিকে, ‘প্রদর্শিত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর লোগোতে মুজিব শতবর্ষ, একশত এবং বঙ্গবন্ধুর চেহারা ফুটিয়ে তোলা হয়। প্রতিটি ১৬ বর্গফুটের প্রিন্ট করা ৯ হাজার ৪০৮টি পিভিসি কাঠের ফ্রেমে যুক্ত করে প্রদর্শনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় এ লোগোটি। ১ হাজার ৩৫০ ফিট দৈর্ঘ্য এবং ১ হাজার ৮০০ ফিট প্রস্থ বিশিষ্ট মানব লোগোতে বঙ্গবন্ধুর চশমার ফ্রেম করা হয়েছে ২ হাজার ৪০০ স্কয়ার ফিট জুড়ে।এছাড়া বঙ্গবন্ধুর বাম গালের তিলক করা হয়েছে ৪৮ স্কয়ার ফিট এবং মুজিব কোট করা হয়েছে এক হাজার ৯২০ স্কয়ার ফিট জুড়ে। তাছাড়া এ প্রদর্শনীতে বরিশাল সিটি কর্পোরেশন, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র নাম এবং সিটি কর্পোরেশনের স্লোগান ‘আমরাই গড়ব আগামীর বরিশাল’ যুক্ত লেখা প্রদর্শিত হয়।

বরিশালে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ লোগো মানব প্রদর্শনী গ্রিনেস ওয়ার্ল্ড বুকে স্থান করে নিতে পারবে বলে আশাবাদী লোগো প্রস্তুতি কার্যক্রম দেখভালের দায়িত্বে থাকা বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ডা. মো. রবিউল ইসলাম। তিনি সময় সংবাদ লাইভ’কে বলেন, ‘গত এক মাস ধরে প্রায় দুই হাজার শ্রমিক নগরীর বঙ্গবন্ধু উদ্যানে লোগো প্রস্তুতিতে দিন রাত শ্রম দিয়েছেন। এই মানব লোগো নিয়ে শুরু থেকেই নগরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ এবং আগ্রহ দেখা যায়।সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু জানান, ‘বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র পরিকল্পনায় মানব লোগো প্রদর্শনের আয়োজন করা হয়। এ আয়োজনটি নিঃসন্দেহে বরিশালবাসীর জন্য একটি গর্বের বিষয়। আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠন ছাড়াও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা এই লোগো প্রদর্শনে অংশগ্রহণ করে।তিনি বলেন, ‘লোগো প্রদর্শনী উপভোগ করতে দুপুর ২টার পর থেকেই বরিশাল নগরীসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে শত শত নেতাকর্মী বাস-ট্রাক এবং নৌপথে ট্রলার যোগে বরিশালে এসে মিছিল সহকারে বঙ্গবন্ধু উদ্যানে জড়ো হয়। এরপর বিকাল সাড়ে ৫টার পরে কাঙ্খিত মানব প্রদর্শনী প্রদর্শন করেন প্রায় দশ হাজার মানুষ। ড্রোনের ক্যামেরায় তোলা মানব লোগোর ফুটেজ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলইডি স্কিন এবং ফেসবুক লাইভে সরাসরি প্রচার করা হয়।

অপরদিকে, বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম বলেন, ‘এই আয়োজনকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি ছিল। নিরাপত্তা জোরদারে বঙ্গবন্ধু উদ্যানের চারপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। রয়েছে সিভিল পোশাকে টহল টিম সার্বক্ষনিক তদারকি করেন। বঙ্গবন্ধু উদ্যানের চারপাশের সড়ক দুর্ঘটনামুক্ত রাখতে যানবাহন চলাচল সীমিত করা হয়। পাশাপাশি ড্রোনের ক্যামেরায় পুরো আয়োজন পর্যবেক্ষণ করা হয়। এসব কারণে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ মানব লোগো প্রদর্শিত হয়।

আবু হানিফ, সময় সংবাদ লাইভ /৩১মার্চ

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

অভ্যুত্থানের ৪ মাস পেরোতেই ঐক্যে ফাটলের সুর
হঠাৎ উধাও বোতলজাত সয়াবিন তেল, বিপাকে ক্রেতারা
চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ, মাংস ও সবজি
প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে সেনা প্রধানের সাক্ষাৎ
সেনাবাহিনীর এই অভিযানে একজন অপরাধীও যেন বাদ না যায় !
সেনাবাহিনীর এই অভিযানে একজন অপরাধীও যেন বাদ না যায় !

আরও খবর