সময় সংবাদ রিপোর্ট:আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকেটে নির্বাচন করার সিদ্ধান্ত জানানোর কয়েক ঘণ্টা পর নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। আজ রোববার তার দলীয় মনোনয়নপত্র কেনার কথা ছিল।
এর আগে শনিবার সকালে সাকিবের মনোনয়ন কেনার বিষয়টি নিশ্চিত করেছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবু নাসের টিপু। তিনি জানান, সাকিব আল হাসান আওয়ামী লীগের সম্পাদক ওবায়দুল কাদেরকে সকালে ফোন করেছেন। ফোনে তিনি নিশ্চিত করেছেন, রোববার বেলা ১১টায় মাগুরা-১ আসনের জন্য মনোনয়নপত্র কিনবেন সাকিব।
এ বিষয়ে সাকিব আল হাসান শনিবার রাতে গণমাধ্যমকে বলেন, ‘আমি সিদ্ধান্ত পরিবর্তন করেছি। নির্বাচন করব না।’ তবে, আগে নির্বাচন করার কথা জানিয়ে এখন কেন সিদ্ধান্ত পরিবর্তন—এ বিষয়ে জানতে চাইলে সাকিব আল হাসান কোনো মন্তব্য করেননি।
প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে থেকেই মাশরাফি ও সাকিবের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। আওয়ামী লীগের একাধিক নেতা বিষয়টি সংবাদমাধ্যমের সামনে এনেছিলেন।