সময় সংবাদ রিপোর্ট:সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার বিরুদ্ধে মামলা করেছেন ব্যারিস্টার নাজমুল হুদা। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করেন তিনি।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, নাজমুল হুদা নিজে শাহবাগ থানায় এসে মামলাটি দায়ের করেছেন। বিষয়টি দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত ও আইনের সঙ্গে সংগতিপূর্ণ। তাই মামলাটি দুদকের কাছে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, এস কে সিনহার বিরুদ্ধে উৎকোচ (ঘুষ) গ্রহণের উদ্যোগ নেওয়ার অভিযোগ এনেছেন ব্যারিস্টার নাজমুল হুদা।
বিএনপির প্রথম স্থায়ী কমিটির সদস্য ছিলেন ব্যারিস্টার নাজমুল হুদা। তিনি বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের আমলে যোগাযোগমন্ত্রী ছিলেন। নাজমুল হুদা বর্তমানে বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) সভাপতি। তার এই দল আওয়ামী লীগ নেতৃত্বাধীনে জোটে থাকার ইচ্ছা প্রকাশ করেছে।