Header Border

ঢাকা, সোমবার, ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ৩১.৭৪°সে

সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা প্রধানমন্ত্রীর

সময় সংবাদ রিপোর্ট:সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘দস্যুদের পুনর্বাসন প্রক্রিয়া অব্যাহত থাকবে।’ আজ বৃহস্পতিবার সকালে বাগেরহাটের শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে বনদস্যু বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘোষণা দেন। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে এ সময় ধন্যবাদ জানান তিনি।

শেখ হাসিনা বলেন, ‘দীর্ঘদিন ওই অঞ্চলের মানুষ এই জলদস্যু বা বনদস্যুদের অত্যাচারে তারা নির্যাতিত ছিল। আমরা তাদের মটিভটে করেছি, আসস্থ করেছি তারা যদি সারেন্ডার করে তাদের আমরা তাদের জীবনজীবিকার পথ করে দেব। যারা আছেন সারেন্ডা করে যাওয়াতে তাদের আমি তাৎক্ষনিকভাবে এক লাখ করে টাকা দিচ্ছি। পাশাপাশি তারা যে যে কাজ করে খেতে চান নিজ গ্রামে বসে সেই কাজ করার মতো উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছি।’ ভিডিও কনফারেন্স চলাকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কাছে বন্দুক জমা দিয়ে সুন্দরবনের আরও ছয়টি বনদস্যু বাহিনীর ৫৪ সদস্য আত্মসমর্পণ করে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আত্মসমর্পণকারী বনদস্যুদের হাতে এক লাখ টাকার চেক তুলে দেন। র‌্যাব ডিজি বেনজীর আহমেদ জানান, আত্মসমর্পণ অনুষ্ঠানে দস্যুরা ৫৮টি অস্ত্র এবং ৩ হাজার ৩৫১ রাউন্ড গোলাবারুদও জমা দেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের হামলার পর যে বার্তা দিলেন খামেনি
গড়ে ৪ জন প্রার্থী বিএনপির, একক প্রার্থী জামায়াতের
মাদকের করালগ্রাসে ক্ষতবিক্ষত বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম
‘সমাজকে মাদকমুক্ত করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’
নেতানিয়াহুকে হামলা চালিয়ে যেতে বললেন ট্রাম্প
প্রতিশোধ নিতে প্রস্তুত ইরান

আরও খবর