সময় সংবাদ লাইভ রির্পোটঃ সুন্দরবনে দু’দিন আগে লাগা আগুন নেভার পর পুড়ে যাওয়া স্থানের দক্ষিণ পাশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৫ মে) দুপুরে এ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।
এর আগে গত ৩ মে সুন্দরবনের পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভারানির বেশকিছু এলাকায় আগুন লেগে যায়। পরে কয়েক ঘণ্টার চেষ্টা ওই দিন সন্ধ্যার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।
সময় সংবাদ লাইভ।