সময় সংবাদ রিপোর্ট:ভারত বাংলাদেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সাক্ষাতের পর এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন প্রকল্প চলমান। এসব প্রকল্প নিয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে।’ বাইরের কেউ নির্বাচন হস্তক্ষেপ করবে না বলে জানিয়ে আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক বলেন, ‘জনগণ ভোট না দিলে কেউ কাউকে জিতিয়ে দিতে পারবে না।’
আসন বণ্টন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘শরিকদের ৬৫-৭০টি আসন দেওয়া হবে। চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর প্রকাশ করা হবে।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দুটি আসনে নির্বাচন করবেন। একটি টুঙ্গিপাড়া আরেকটি পীরগঞ্জ আসনে। দলের বাকি সবাই একটি আসনে নির্বাচন করবে। আমি এবার নোয়াখালী-৫ আসনে নির্বাচন করবো। মাশরাফি নড়াইল-২ আসনেই নির্বাচন করবে। ওখানকার বর্তমান সংসদ সদস্য ওয়ার্কার্স পার্টির ছিল। উনি এই আসনটি জোটের জন্য সেক্রিফাইস করেছেন।’