Header Border

ঢাকা, সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল) ১৬.০৪°সে
শিরোনাম
গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রকল্যাণ পরিষদ কর্তৃক বার্ষিক বনভোজন অনুষ্ঠিত ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা ছাত্রদলের ২০তম বিসিএস ফোরামের নতুন কমিটি : আহ্বায়ক জিয়াউদ্দিন,সদস্যসচিব আব্দুল্লাহ্ আরেফ আব্দুল্লাহ আরেফের অভিযানে সাবেক মেয়র জাহাঙ্গীরের ক্যাশিয়ার রুহুল আমিন আটক! অভ্যুত্থানের ৪ মাস পেরোতেই ঐক্যে ফাটলের সুর হঠাৎ উধাও বোতলজাত সয়াবিন তেল, বিপাকে ক্রেতারা চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ, মাংস ও সবজি প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে সেনা প্রধানের সাক্ষাৎ সেনাবাহিনীর এই অভিযানে একজন অপরাধীও যেন বাদ না যায় ! সেনাবাহিনীর এই অভিযানে একজন অপরাধীও যেন বাদ না যায় !

সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্টস পার্কে আজ বিকেলে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা।

সময় সংবাদ রিপোর্ট: সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্টস পার্কে আজ বিকেলে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে তামিম ইকবালের বাংলাদেশ বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা।সেঞ্চুরিয়ানে প্রথম ম্যাচ ৩৮ রানে জিতে সিরিজের এগিয়েছিল তামিম বাহিনী। কিন্তু জোহানেসবার্গে দ্বিতীয় ম্যাচে হেরে যায় ৭ উইকেটে। সিরিজের ব্যবধান এখন ১-১। সেঞ্চুরিয়ানে আজ দিবা-রাত্রির ম্যাচটি যে দল জিতবে, তারা সিরিজ জিতবে।২০১৫ সালের পর দ্বিতীয়বারের মতো প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ জয়ের হাতছনি দিচ্ছে বাংলাদেশকে।সিরিজ জয়ের জন্য টাইগাররা ইভেন বাউন্সের উইকেট চাইছেন সেঞ্চুরিয়ানে। সিরিজের প্রথম দুই ম্যাচের ফলাফলে ক্রিকেটারদের পারফরম্যান্স আড়াল হয়ে পড়েছে উইকেটের বাউন্সের কাছে। আজ তৃতীয় ম্যাচেও বড় বাধা উইকেট। তামিম বাহিনী পারফরম্যান্সের চেয়ে উইকেটের বাউন্সকেই প্রাধান্য দিচ্ছে।৭ বছর আগে ঘরের মাঠে উইকেটের সুবিধায় টাইগাররা প্রথম ম্যাচ হেরেও তিন ম্যাচ সিরিজ জিতেছিল ২-১ ব্যবধানে।

২০১৫ সালে প্রথম ম্যাচে টাইগাররা হেরেছিল ৮ উইকেটে। পরের দুটি ম্যাচ যথাক্রমে ৭ ও ৯ উইকেটে জিতে প্রথমবারের মতো সিরিজ জিতে নেয় বাংলাদেশ। ওই সিরিজ ছাড়া আর কোনোবারই এমন সম্ভাবনা হাতছানি দেয়নি টাইগারদের। প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে দেশটিকে হারিয়ে সিরিজ জয়ের আশা জাগিয়েছেন তামিমরা।এজন্য জোহানেসবার্গের ভুলগুলো আর করতে চাননা টাইগার নির্বাচক হাবিববুল বাশার, ‘সেঞ্চুরিয়ানে আমরা ভালো খেলেছিলাম। জোহানেসবার্গের উইকেটের অসমান বাউন্সের সঙ্গে মানিয়ে নিতে ব্যর্থ হয়েছেন ব্যাটাররা। আমরা সেঞ্চুরিয়ানের উইকেটে স্বাভাবিক বাউন্স চাই। আমরা বিশ্বাস করি প্রথম ওয়ানডের মতোই ইভেন বাউন্সের উইকেট হবে।’সেঞ্চুরিয়ানের প্রথম ওয়ানডেতে ৩১৪ রান করেছিল টাইগাররা। ওই ম্যাচে হাফসেঞ্চুরির ইনিংস ছিল তিনটি।

ওপেনার লিটন দাস ৫০, সাকিব ৭৭ ও ইয়াসির আলি ৫০ রান করেছিলেন। ৬৪ বলে ৭৭ রানের ইনিংসটি খেলে ম্যাচসেরা হয়েছিলেন সাকিব।পরিবারের সবাই অসুস্থ হওয়ার পরও সাকিব খেলছেন আজ। তার প্রশংসা করেন হাবিবুল বাশার। তিনি জানান, ‘সাকিব ভালো আছেন। তার যে মানসিক অবস্থা, সেটা কারও সঙ্গে তিনি শেয়ার করেননি। এটা একটি ইতিবাচক দিক।’পরিবারের সবাই অসুস্থ বলে শুরুতে শোনা গিয়েছিল, তৃতীয় ওয়ানডে না খেলেই দেশ ফিরছেন সাকিব। কিন্তু দলের কথা বিবেচনায় রেখে থেকে যান দেশসেরা ক্রিকেটার। তাকে থেকে যাওয়ার জন্য দল থেকে বাড়তি কোনো চাপ দেওয়া হয়নি বলেন নির্বাচক বাশার।দলের অন্যতম ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ বলেন, ‘আমরা সবাই মানসিকভাবে অনেক শক্তিশালী। সাকিব ভাইয়ের পারিবারিক ইস্যু অনেক বড় ইস্যু। এমনটা হলে যে কেউই সমস্যায় পড়বেন। আমরা বিষয়টি জানি বলেই তাকে সহযোগিতা করছি, যাতে সে স্বস্তি বোধ করে।’২০০২ সাল থেকে দক্ষিণ আফ্রিকায় খেলছে টাইগাররা। টেস্ট, ওয়ানডে ও টি-২০ মিলিয়ে কোনো ফরম্যাটেই দেশটির বিপক্ষে জয় পায়নি বাংলাদেশ। এবার ঢাকা ছাড়ার আগে টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম, হারের বৃত্ত ভাঙার কথা জানিয়েছিলেন। সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্ট পার্কে প্রথম ম্যাচেই ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং-তিন বিভাগেই অলআউট ক্রিকেট খেলে বাজিমাত করে বাংলাদেশ। আজ পরিচিত সেঞ্চুরিয়ানে প্রথম ওয়ানডের ধারাবাহিকতা ধরে রাখতে চায় টাইগাররা।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা ছাত্রদলের
২০তম বিসিএস ফোরামের নতুন কমিটি : আহ্বায়ক জিয়াউদ্দিন,সদস্যসচিব আব্দুল্লাহ্ আরেফ
আব্দুল্লাহ আরেফের অভিযানে সাবেক মেয়র জাহাঙ্গীরের ক্যাশিয়ার রুহুল আমিন আটক!
অভ্যুত্থানের ৪ মাস পেরোতেই ঐক্যে ফাটলের সুর
হঠাৎ উধাও বোতলজাত সয়াবিন তেল, বিপাকে ক্রেতারা
চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ, মাংস ও সবজি

আরও খবর