সময় সংবাদ রিপোর্ট:রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। জনসভার তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ ডিসেম্বর।
বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এ ঘোষণা দেন।
জনসভায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে নিজেদের দাবি দাওয়া ও খালেদা জিয়ার মুক্তির দাবি তুলে ধরা হবে বলে জানিয়েছে ঐক্যফ্রন্ট সূত্র।